E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেট্রোল ঢেলে ভাবিকে হত্যার চেষ্টা দেবরের

শ্বাসনালীসহ শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে লতিফার

২০২৩ মার্চ ২০ ২২:৪৪:০৩
শ্বাসনালীসহ শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে লতিফার

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : মাদকাসক্ত এক দেবর দিনে দুপুরে তার ভাবির গায়ে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পেট্রোলের আগুনে দগ্ধ ওই নারী এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মাদকাসক্ত ওই দেবর গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উত্তর দাররা গ্রামের জিন্নাত আলী ব্যাপারীর বড় ছেলের নাম মো. জাকারিয়া ছোট ছেলের নাম মো. জালাল মিয়া। জাকারিয়ার স্ত্রীর নাম লতিফা বেগম (৪০)। জাকারিয়া বেশ কয়েক বছর মধ্যপ্রাচ্যে প্রবাস জীবন কাটিয়ে বছর খানেক আগে গ্রামে ফিরে আসেন। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। অন্যদিকে ছোটভাই জালাল মিয়াও বিবাহিত। তবে জালাল (৩৫) এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত।

এলাকার লোকজন জানান, মাদকাসক্ত জালাল প্রায়ই তার ভাবী লতিফাকে নানাভাবে উত্যক্ত ও মারধর করতো। বিষয়টি ভাবী লতিফা তার স্বামী জাকারিয়াকে জানালে, জালাল ভাবীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জের ধরে রোববার দুপুরে ভাবী লতিফা যখন রান্না করছিলেন, সেসময় দেবর জালাল লতিফাকে মারধর করে এক পর্যায়ে লতিফার গায়ে প্রকাশ্যে পেট্রােল ঢেলে দেয়।

এসময় গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় রছুল্লাবাদ পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। কিন্তু লতিফার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে লাইফ সাপোর্টে রয়েছে। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন।

চিকিৎসকেরা জানিয়েছেন, আগুনে লতিফার শ্বাসনালীসহ তার শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। লতিফা একই ইউনিয়নের কালঘরা গ্রামের হেলাল সরকারের বড় মেয়ে। এ ঘটনার পর থেকে দেবর জালাল পলাতক রয়েছে বলে জানা গেছে।

রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যান খন্দকার মনির হোসেন জানান, মো. জালাল মিয়া এলাকার একজন চিহ্নিত মাদকাসক্ত। মাদক সেবন করে সে প্রায়ই তার ভাবীকে মারধর করতো বলে শুনেছি। এ ঘটনার পর থেকে সে এখন এলাকাতেই নেই। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।'

আজ সোমবার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, 'ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এর আগেই অভিযুক্ত জালাল পালিয়ে গেছে। জালাল একজন মাদকাসক্ত বলে জেনেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি।'

(জিডি/এসপি/মার্চ ২০, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test