E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে কৃষকদের মাঝে প্রনোদনার সার ও বীজ বিতরণ

২০২৩ মার্চ ২১ ১৮:৩১:৪৭
রাণীনগরে কৃষকদের মাঝে প্রনোদনার সার ও বীজ বিতরণ

নওগঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ফসলের সার, বীজ ও পাটের বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ২১শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ফসলের সার, বীজ ও পাটের বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উদ্বোধনের দিনেই উপজেলার ৭০০ জন কৃষকের মাঝে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ৫ কেজি করে ধানের বীজ দেয়া হয়। এছাড়া ২০ জন কৃষককে পাটের বীজ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আগামী কিছুদিনের মধ্যে বরাদ্দপ্রাপ্ত সকল কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।

(বিএস/এসপি/মার্চ ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test