E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা

২০২৩ মার্চ ২২ ১৪:৪৩:৩৯
নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীর সদর ও কিশোরগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। আজ বুধবার নীলফামারীতে ৪৮০টি ঘর হস্তান্তর করে এই দুই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায় জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালিযুক্ত হয় নীলফামারী সদর উপজেলা পরিষদ। এ উপলক্ষে আজ সদর উপজেলা পরিষদ হল রুমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রীর গৃহ হন্তান্তর অনুষ্ঠানটিতে ভার্চুয়ালিযুক্ত ছিল।

এ বিষয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, চতুর্থ পর্যাযে মুজিববর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্পের যে ভূমিহীন ও গৃহহীনদের কার্যক্রম চলমান, বিভিন্ন উপজেলায় ৪৮০টি ঘর উদ্বোধন করা হয়েছে। একযোগে এই ঘর প্রদান করা হচ্ছে। এরমধ্যে নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলায় আর কোন ভূমিহীন ও গৃহহীন না থাকায় এই দুই উপজেলাকে আমরা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।

(ওকে/এসপি/মার্চ ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test