E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যর লিখিত অভিযোগ

২০২৩ এপ্রিল ০৪ ১৭:২০:২০
পুরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যর লিখিত অভিযোগ

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকিরের বিরুদ্ধে একই পরিষদের সদস্যদের নানা অভিযোগ করেছেন। গত রবিবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসক ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বারাবর লিখিত অভিযোগ করেন পুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৭ সদস্য।

লিখিত অভিযোগে জানা যায়, পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির তার নিজ ক্ষমতাবলে ইউপি সদস্যদের সাথে কোন মিটিং না করেই সব কাজ নিজের মত করে টাকা আত্মসাৎ করেন।

এ বিষয়ে ইউপি সদস্যরা তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদে কোন বরাদ্দ নাই। এছাড়া বিভিন্নভাবে হুমকি প্রদান করে এবং বলে পরিষদে কিছু নাই তোমরা কেন পরিষদে আসো, তোমাদের আর পরিষদে আসার দরকার নাই। টিআর কাবিখা, কাবিটা, ১%, উন্নয়ন, হাট বাজার, এডিবিসহ কোন প্রকল্পের কাজ এখনও করেন নাই। বিভিন্ন ভাতা, ডিপ টিউবয়েল চেয়ারম্যান নিজের ইচ্ছা মতো দিয়ে থাকে, বর্তমানে দুলালি পাকা রাস্তা থেকে ছোট কুমারদিয়া পর্যন্ত কাবিটা প্রকল্পের কাজ চলমান রয়েছে, শ্রমিক দিয়ে কাজ করার কথা থাকলেও চেয়ারম্যান তার নিজ ক্ষমতা বলে ভেকু বসিয়ে অবৈধভাবে রাস্তার কাজ করেছেন। আমরা তার আইনানুগ শাস্তি দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, ইউপি সদস্যরা আমার কাছে বিভিন্ন সময় নিয়ম বহির্ভূত কাজে সহযোগিতা চায়, আমি তাদের অন্যায় দাবি না মানায় তারা আমার বিরুদ্ধে হয়তো উদ্দেশ্যমূলকভাবে এ অভিযোগ করেছেন, তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে।

কাবিটা প্রকল্পের কাজ শ্রমিক দিয়ে না করিয়ে ভেকু দিয়ে কেন করিয়াছেন? প্রশ্ন করলে তিনি বলেন, যে জায়গা থেকে মাটি উত্তোলন করার কথা ছিল বৃষ্টির কারণে সেখানে পানি বেঁধে যায়। আমার প্রকল্পে যে বরাদ্দ দেয়া হয়েছে তা দিয়ে আমার কাজ করা সম্ভব না, তাই ভেকু দিয়ে করিয়েছি।

তিনি আরো বলেন, যারা কাজেই করে না তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, আমি কাজ করলেই যত অভিযোগ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন, পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাবিটা প্রকল্পে শ্রমিক ব্যবহার না করে ভেকু ব্যবহার করেছেন। এ বিষয়ে আমি কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আমি আমার উর্ধতন কর্মকর্তাকে জানাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, পুরাপড়া ইউনিয়ন পরিষদের ৭ সদস্য আমার কাছে বিভিন্ন অনিয়ম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন, আমি একটি তদন্ত কমিটি করে দিয়েছি সকল প্রতিনিধির উপস্থিতিতে শুনানি করে একটি প্রতিবেদন জমা দিতে বলেছি, প্রতিবেদন জমা দিলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(পিবি/এসপি/এপ্রিল ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test