E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কার্যালয়ে ভাঙচুর, আটক ১

২০২৩ জুলাই ০৮ ১৭:০৩:১৯
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কার্যালয়ে ভাঙচুর, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নাসির উদ্দীন (২৫) নামের এক যুবক ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এ ভাঙচুর চালায় ওই যুবক। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মামুনুর রশিদ গুরুতর এবং নৈশ্য প্রহরী হরকান্ত বর্মণ সামান্য আহত হয়।

আটককৃত নাসির উদ্দীন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের সীমান্তবর্তী মারাধার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সুত্র জানায়, সকালের দিকে জেলা প্রশাসক ভবনের তালা ভেঙ্গে নাসির উদ্দীন উপরে উঠে। এরপর রাজ মিস্ত্রীর কাজে ব্যবহৃত একটি বেলচা দিয়ে প্রায় ৩১ টি জানালার থাই গ্লাস সহ অদম্য মুজিব কর্নারের সকল গ্লাস ও দরজা ভাংচুর করে। অনেক শব্দ পেয়ে জেলা প্রশাসকের নৈশ্য প্রহরী হরকান্ত বর্মণ এগিয়ে গেলে তাকেও মারপিট করার চেষ্টা করে ওই যুবক। পরে সে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন। এসময় নাসিরকে বাঁধা দিতে গেলে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মামুনুর রশিদকে বেলচা দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় । পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, সরকারি গুরুত্বপূর্ণ্য অফিস ভাঙচুর করা হয়েছে যা খুবই জঘন্য কাজ করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সেই সাথে সিসিটিভিতে পুরো ঘটনা দেখে প্রকৃত ঘটনা যানা যাবে বলে মনে করছি।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে নাসির উদ্দীনের প্রাতিবেশী ইয়াশিন আলী বলেন, মাদ্রাসাতে পড়ালেখা করে সে, বেশ কিছুদিন আগে থেকেই ছেলেটির মাথার সমস্যা রয়েছে।

(এফআর/এসপি/জুলাই ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test