E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে মৌলভীবাজারে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন

২০২৩ অক্টোবর ০৮ ২৩:০৭:৫৬
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে মৌলভীবাজারে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আয়োজনে মৌলভীবাজার শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটেবিলে বসে সংবাদ সম্মেলন করলেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ নেতারা।

রবিবার (৮ অক্টোবর) দুপুরে শহরের রেস্ট ইন হোটেলে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণের অংশ হিসেবে জেলার বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্মুক্ত স্থানে বর্জ্য অপসারন এর দাবিতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন যাবত ‘স্ট্রেনদেনিং পলেটিক্যাল ল্যান্ড স্কেপ ইন বাংলাদেশ’ নামক একটি প্রকল্পের আওতায় সংবাদ সম্মেলনে ডিআই ফেলোশিপ ২৩ম ব্যাচের চলমান বহুদলীয় উদ্যোগে জেলার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ফেলোদের গৃহিত উদ্যোগ সম্বন্ধে উপস্থিত সলকে অবহিত করা হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যশানালের ৪ জন ফেলো জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর দপ্তর সম্পাদক এডভোকেট নিয়ামুল হক, জেলা সেচ্ছাসেবকলীগ এর সাবেক মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা হক, ও জাতীয় ছাত্র সমাজ এর আহবায়ক ওয়াজিউল মেহেদী সংবাদ সম্মেলন মঞ্চে একসাথে ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। ওই সংবাদ সম্মেলনে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আশ্বস্থ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মৌলভীবাজার শহরের সিকান্দার আলী সড়ক একটি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান। এই সড়কের আশে পাশে অনেক বাসা-বাড়ি ও মার্কেট থাকায় স্থানটি খুবই গুরুত্বপূর্ন। স্থানটিতে নিয়মিত বর্জ্য ফেলার কারনে এবং তা স্থায়ীভাবে সমাধান না হওয়ার ফলে স্থানীয় জনসাধারণ ও সড়ক ব্যবহারকারীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এর আগে ডিআইএর ২৩ তম ব্যাচের তরুণ রাজনৈতিক ফেলোবৃন্দ পরিকল্পিত বর্জ্যমুক্ত আধুনিক শহর ব্যবস্থাপনা বাস্তবায়নে মৌলভীবাজার শহরে জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহন কার্যক্রম পরিচালনা করে। সেই সাথে ৩ সেপ্টেম্বর পৌর মেয়র বরাবর সিকান্দার আলী সড়কের পাশে বর্জ্য অপসারন ও তা স্থায়ীভাবে সমাধানের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।

(একে/এএস/অক্টোবর ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test