E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০২৩ অক্টোবর ১৩ ১৯:১১:৪১
মৌলভীবাজারে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বিয়ে বাড়ি আসার পথে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর দুইটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল সড়কের কদুপুর এলাকার আঞ্চলিক কৃষি গবেষনা ইন্সটিটিউট এর সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের সুরুজ মিয়ার ছেলে চা শ্রমিক তাজুল ইসলাম (৫০) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমসেদ মিয়ার ছেলে ভানুগাছ বাজারের ব্যবসায়ী শাহিন মিয়া (৪৮)।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামের শাহিন মিয়া ও কুরমা চাবাগানের চা শ্রমিক তাজুল ইসলামসহ দুই আরোহী মোটরসাইকেল চালিয়ে ভানুগাছ থেকে মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজারে কনে পক্ষের বিয়ের অনুষ্ঠানে বর পক্ষের হয়ে আসছিলেন। আসার পথে মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল সড়কের কদুপুর এলাকার আঞ্চলিক কৃষি গবেষনা ইন্সটিটিউট এর সামনে পৌঁছলে মৌলভীবাজার থেকে আসা দি নিউ লাইফ নামের অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ- ৭১-৪৭৪৩) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর হলে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সেখানের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাজুল ইসলাম-কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেক আরোহী শাহিন মিয়া-কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করেন। এর পর সিলেট শহরে প্রবেশের পথেই মৃত্যু হয় শাহিন মিয়ার। বর্তমানে তাজুল ইসলাম এর মরদেহ মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে আর শাহিন মিয়ার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

শাহিন মিয়ার ভগ্নিপতি হেলাল মিয়া জানান, শাহিন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট যাওয়ার পথেই মৃত্যু হয়। তিনি জানান, শাহিন আর তাজুল ইসলাম মৌলভীবাজারের মোকামবাজারে বিয়ের দাওয়াতে আসার পথেই এই দূর্ঘটনার শিকার হন।

এদিকে এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স উদ্ধার করলেও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালককে আটকের চেষ্টা চলছে।

(একে/এসপি/অক্টোবর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test