E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৪ বছর পূর্তিতে মেয়রের দাবি

নবীনগর পৌরসভায় প্রায় ১০০ কোটি টাকার উন্নয়ন

২০২৩ নভেম্বর ১৪ ১৫:২০:১২
নবীনগর পৌরসভায় প্রায় ১০০ কোটি টাকার উন্নয়ন

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীননগর পৌরসভায় গত চার বছরে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে বলে দাবি করলেন পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। 

আজ মঙ্গলবার দুপুরে তাঁর কার্যালয়ে মেয়রের দায়িত্ব নেয়ার চার বছর পূর্তিতে এক সুধী সমাবেশে মত বিনিময়কালে তিনি (মেয়র) এ দাবী করেন।

জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মেয়র শিব শংকর দাস তাঁর মেয়াদকালে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, ২০১৯ সালের ১৪ নভেম্বর মেয়রের দায়িত্ব নেয়ার পরই করোনা শুরু হয়। এরপর একটানা দুই বছরেরও বেশী সময় আমাকে করোনা মোকাবেলা করতে হয়েছে।

তবে গত দুই বছরে পৌর এলাকার সর্বত্র রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়নসহ বর্জ অপসারণে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ করা হয়েছে বলে দাবী করেন।

বিশেষ করে বিভিন্ন ওয়ার্ডে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ণ, বিশাল ডাম্পিং স্টেশন স্থাপন, পৌর এলাকার ৮ কি. মিটার সড়কে ২০০ এর অধিক সড়ক বাতি (এলইডি) স্থাপনসসহ অসংখ্য আর্সেনিকমুক্ত টিউবওয়েল ও টয়লেট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি গত ৫২ বছরে এই প্রথম তিতাস নদীর পাড়ে হিন্দুদের শ্মশানে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ ও পাশ্ববর্তী খাজানগর ও ভোলাচং কবরস্থানের উন্নয়ন ও সংস্কার করা হয়েছে।

তবে পৌরসভা প্রতিষ্ঠার ২৪ বছরেও প্রথম শ্রেণির পৌরসভা খ্যাত নবীনগর পৌরসভায় (বর্তমানে টিনের ঘরে কার্যালয়) একটি আধুনিক পৌর ভবন নির্মাণ না হওয়া ও শহরে ভয়াবহ যানজট সমস্যার সমাধান না হওয়ায় সাংবাদিকেরা উম্মা প্রকাশ করেন।

মতবিনিময়কালে মেয়রের পাশে নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, হিসাব রক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর আওয়ামীলীগ নেতা সাবেক জিএস খায়রুল আমীন, নবীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি ভট্টাচার্য, সাংবাদিক মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপু, শ্যামা প্রসাদ চক্রবর্তী, আবু কাউছার, মাজেদুল ইসলাম প্রমুখ সহ কাউন্সিলর ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(জিডি/এসপি/নভেম্বর ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test