E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষার্থীর আত্মহত্যার পর জানা গেল ৪.৯২ পেয়ে কৃতকার্য হয়েছে

২০২৩ নভেম্বর ২৬ ১৯:৪১:০৩
শিক্ষার্থীর আত্মহত্যার পর জানা গেল ৪.৯২ পেয়ে কৃতকার্য হয়েছে

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কেশবপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার শঙ্কায় তামান্না আক্তার তমা (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার মাদারডাঙ্গা গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। তমার আত্মহত্যার পর জানা গেছে, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪ দশমিক ৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের জাহিদ হোসেন বাবুর মেয়ে তামান্না আক্তার তমা চলতি বছরে কেশবপুর পাঁজিয়া মহাবিদ্যালয় থেকে (বিএম শাখা) এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার পর থেকে তার ভিতরে ফল বিপর্যয়ের ভীতি কাজ করছিলো। এছাড়া পরীক্ষায় অকৃতকার্য হতে পারে এমনটি মনে করে তমা প্রায় হতাশাগ্রস্থ হয়ে থাকতো। ফলাফল প্রকাশের দিন (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকে হতাশাগ্রস্ত হয়ে সে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বেলা ১১ ঘটিকার দিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, তামান্না আক্তার তমা এ বছর বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফলে তমা ৪ দশমিক ৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার রোল নাম্বার- ৩৫৯৯০১।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম সাংবাদিকদের বলেন, পরীক্ষায় অকৃতকার্য হতে পারে এমন হতাশায় তামান্না আক্তার তমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

(এসএমএ/এএস/নভেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test