E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপী’র ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০২৪ জানুয়ারি ০৩ ১৭:০৫:১৪
দিনাজপুরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপী’র ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহ্ আলম শাহী, দিনাজপুর : জমকালো আয়োজনে দিনাজপুরে পালিত হলো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'নবরূপী'র ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী। কনকনে শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত এ অনুষ্ঠানটি পরিনত হয় কবি, শিল্পী, সাহিত্যিক ও গুণিজনদের মিলন মেলায়।

ঐতিহ্যবাহী সাংষ্কৃতিক প্রতিষ্ঠান নবরূপী’র মঞ্চে এ উপলক্ষে আয়োজন করা হয় কেক কাটা, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, ফায়ার ক্যাম্প,কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
“আগুনের পরশমনি” ও “আমরা আছি- আমরা ছিলাম- আমরা থাকবো” সংগীতের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী দিবসের সূচনা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন করেন নবরূপীর আজীবন সদস্য শাহ্-ই-মবিন জিন্নাহ।

ফায়ার ক্যাম্পের উদ্বোধন করেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ। “নবরূপীর ৬১ বছরের পথচলা” শীর্ষক আলোচনা করেন নির্বাহী সদস্য মানস কুমার ভট্টাচার্য্য।

আলোচনা করেন সহ-সভাপতি মোঃ নাজমুল হক, সুনীল চক্রবর্তী ও ডাঃ শহিদুল ইসলাম খান, নাগরিক উদ্দ্যোগ এর সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ এমএ জব্বার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা কালচারাল অফিসার মীন আরা পারভিন ডালিয়া, বিশিষ্ট কবি সাহিত্যিক ও গবেষক ড. মাসুদুল হক, কবি আব্দুল জলিল আহম্মেদ, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু।

গণজাগরণের নাটক নবরূপীর নাট্য সম্পাদক শামীম রাজার নির্দেশনায় “উনসত্তোরের সত্তর” নাটকের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক। নবরূপীর সংগীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদের পরিচালনায় নবরূপীর শিল্পীরা মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। নবরূপীর নৃত্য সম্পাদক রওনক আরা হক নিপা’র পরিচালনায় অদ্রিকা ও অগ্নিলা নৃত্য পরিবেশন করে।

কবিতা আবৃত্তি করেন জোবায়ের আলী জুয়েল ও ডাঃ খাদিজা নাহিদ ইভা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট কবি সাবিনা ইয়াসমিন ইতি ও বিশিষ্ট উপস্থাপক নবরূপীর সদস্য মিন্টু। অনুষ্ঠান শেষে রাতে ছিলো অতিথিবৃন্দ ও সদস্যবৃন্দ নিয়ে নৈশ্য ভোজের আয়োজন।

(এসএস/এসপি/জানুয়ারি ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test