E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারমাইকেল কলেজে অনার্স ২০০১-২০০২ সেশন ফোরামের জরুরী সভা অনুষ্ঠিত

২০২৪ জানুয়ারি ০৬ ১৪:০১:১৮
কারমাইকেল কলেজে অনার্স ২০০১-২০০২ সেশন ফোরামের জরুরী সভা অনুষ্ঠিত

ওয়াজেদুর রহমান কনক : রংপুর কারমাইকেল কলেজ অনার্স ২০০১-২০০২ সেশন ফোরাম -এর কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা কারমাইকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি জনাব আশরাফুল আলম আশরাফ।

সাধারণ সম্পাদক জনাব নাহিদ পারভেজ পলাশ এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব কামরুল ইমাম ও তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসলাম জনি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুল আলম সিদ্দিক, অর্থ সম্পাদক জনাব সানাউল হক নান্টু,দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হালিম, প্রচার সম্পাদক মিজানুর রহমান লিমন, সহ-প্রচার সম্পাদক ওয়াজেদুর রহমান কনক, সহ-অর্থ সম্পাদক জনাব নাসরিন আক্তার নিপা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল মহসিন, সমাজ কল্যান সম্পাদক মাইদুল প্রামানিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান শামীম প্রমুখ।

সভায় কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে উপস্থিত সদস্যদের মতামত নেওয়া হয়। সবার মতামতের ভিত্তিতে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি এবং ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির তালিকা প্রকাশ করা হয়। যা আগামী পুনর্মিলনী পর্যন্ত বহাল থাকবে।

সভায় আগামী ৩১ জানুয়ারির মধ্যে একটি খসড়া গঠনতন্ত্র প্রনয়নের জন্য তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করে দেওয়া হয়। উপ-কমিটির সদস্যরা হলেন- মোঃ কামরুল ইমাম, নাহিদ পারভেজ পলাশ ও তরিকুল ইসলাম। নিদিষ্ট সময়ের মধ্যে তাদেরকে খসড়া গঠনতন্ত্র প্রস্তত করে কমিটির নিকট জমা দিতে বলা হয়।

সভায় ফোরামের একটি স্হায়ী অফিস এবং পুনর্মিলনী কবে করা যায় সে ব্যাপারেও আলোচনা হয়। সবার মতামত নিয়ে পরবর্তী মিটিংয়ে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। শেষে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে ফটোসেশানের পর আগামী জাতীয় দিবসগুলোতে এবং এধরণের জরুরী সভায় সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

(ওআরকে/এএস/জানুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test