E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে শেষ হলো তিন দিনব্যাপী ‘লোক চেতনায় জাতীয় চারণ কবি উৎসব’ 

২০২৪ জানুয়ারি ৩১ ১৬:৩৪:৩৩
দিনাজপুরে শেষ হলো তিন দিনব্যাপী ‘লোক চেতনায় জাতীয় চারণ কবি উৎসব’ 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : আধ্যাত্মিক লোকগায়েন, বাউল, লোক-কবি গান, সুর মূর্ছনা ও কথায় শৈল্পিকতার মধ্যদিয়ে দিনাজপুরে শেষ হলো তিন দিনব্যাপী "লোক চেতনায় জাতীয় চারণ কবি উৎসব ২০২৪। 

২৮ জানুয়ারি রবিবার থেকে ৩০ জানুয়ারি মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত লোক উৎসব মূলধারার বিদগ্ধজন, মানবতাবাদী ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ, সংগীত শিল্পীসহ বাঙালি সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে উৎসবটি অভাবনীয় এক মিলনমেলায় রূপ নেয়।

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর কালিয়াগঞ্জ শালবনে তিন দিনব্যাপী এ লোক চেতনায় জাতীয় চারণ কবি উৎসব'২০২৪ এ বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত আধ্যাত্মিক লোক-গায়েন, বাউল শিল্পী, কবিয়ালরা সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের উদ্বোধন কবেন, নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলে।

বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার বৈদেশিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খিতিশ চন্দ্র রায় এর সঞ্চালনায় সমাপনি দিনে বিরল উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-দিনাজপুর জেলা শাখার সভাপতি শাহ্ আলম শাহী, ভারতীয় সংগীত শিল্পী উত্তম হাজরা ও ড.সান্তলা চ্যাটার্জী বক্তব্য রাখেন।

উদ্বোধনি অনুষ্ঠানে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন,'পনেরো বছর আগে নজরুল সংগীত এবং বাঙ্গালী সাংস্কৃতি যাদুঘরে তুলে রাখা হয়েছিলো। কিন্তু, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর হাজার বছরের বাঙালী সাংস্কৃতি লালন এবং চর্চা করে বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছে। বাংলাদেশে আজ বিশাল পরিধি বাঙ্গালী সাংস্কৃতি বিরাজ করছে। শিল্পীদের মূল্যায়ন হয়েছে।'

বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার বৈদেশিক বলেন, আদি সংস্কৃতি ফিরিয়ে আনতে বিশ্ব সম্প্রদায়ের মাঝে মানবতাবাদের চেতনা স্ফুরিত, জাগ্রত ও অন্বিষ্ট করতে এই আয়োজন। লোক চেতনায় জাতীয় চারণ কবি উৎসব 'মানবতাবাদের বৈশ্বিক ধারায় রাধারমণ এক ঔজ্জ্বল্যময় সংযোজন ক্রমবর্ধমান উগ্রবাদকে প্রত্যাখ্যানের চেতনা প্রসারিত করার উদ্দেশ্যেই এ আয়োজন।' মানবতাবাদের লোক চেতনা প্রসারিত করার এ উৎসবকে পরবর্তী বছর আরও ব্যাপকভিত্তিক রূপদানের পরিকল্পনার কথা জানান তিনি।

অনুষ্ঠানের অতিথি বিরল উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু বলেন,
'এই লোকসংগীত ও কবি উৎসব দিনাজপুর অথা দেশে এক নতুন গতিধারা সৃষ্টি করেছে। উৎসবের ঔজ্জ্বল্য মানবতাবাদকে শক্তিশালী করেছে। আমি মনে করি, নৈতিক ঐক্যের প্রতীক বিশ্বপ্রেমকে এক মোহনায় যুক্ত করেছে। এ উৎসব আমাকে আলোড়িত করেছে।

ভারতীয় প্রখ্যাত লোকসংগীত শিল্পী উত্তম হাজরা বলেন, 'লোক চেতনায় এ উৎসব বাংলা সংস্কৃতির বিশ্বজনীনতা প্রদর্শন করে বুঝিয়েছে, বাংলা সংস্কৃতি কত বর্ণাঢ্য ও শক্তিশালী। গভীর প্রগতিবাদী দর্শন যে নিহিত রয়েছে বাংলা লোকগান ও কবি গানে তা সত্যিই বিশ্ব কমিউনিটিকে কম্পিত ও মুগ্ধ করার মতো।'

তিন দিনব্যাপী এ লোক চেতনায় জাতীয় চারণ কবি উৎসব'২০২৪ এ বাংলাদেশ ও ভারতের প্রায় পাঁচ শতাধিক আধ্যাত্মিক লোকগায়েন, বাউল শিল্পী, চারণ কবি ও গায়েন সরকার অংশ নেয়। এই উৎসবকে ঘিরে লোকজ মেলা বসে। হরেক রকম খাবার, মিষ্টান্ন ভান্ডার, শিশু খেলনা ও প্রসাধনি সামগ্রির পসরা সাজিয়ে বসে দোকানিরা।

(এসএস/এসপি/জানুয়ারি ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test