E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে গ্রাহকের মারধরে আহত ৫

২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৪:০২:৩৯
সাভারে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে গ্রাহকের মারধরে আহত ৫

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে গ্রাহকের মারধরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩১ জানুয়রি) বিকেলে সাভার পৌরসভার জামসিং এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরে আহতরা হলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জুনিয়র ইঞ্জিনিয়ার রিপন আলী, এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর গোলাম হোসেন, লাইনম্যান মো. সানি হাসান, জয় সিকদার ও সৈকত রায়হান।

অভিযুক্তরা হলেন সাভারের জামসিং এলাকার ৩৩ বছর বয়সী মো. রিপন ও তার সহযোগী ৩৮ বছর বয়সী মো. সেলিম, ৩৪ বছর বয়সী মনিরা বেগম, ৩৩ বছর বয়সী মো. সুমন ও ৫০ বছর বয়সী আ. রশিদসহ অজ্ঞাত ৩ থেকে ৪ জন।

এদিকে মারধরের সময় গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় পল্লীবিদ্যুতের এক কর্মচারীকে বেশ কয়েকজন মিলে অনবরত লাঠিসোটা দিয়ে আঘাত ও কিল-ঘুষিসহ লাথি মারতে থাকেন। এক পর্যায়ে ওই কর্মচারীকে মারতে মারতে মাটিতে ফেলেও মারধর করতে দেখা যায় তাদের।

বুধবার রাতে মারধরের শিকারদের পক্ষে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ শিমুলতলা জোনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুল মোত্তালিব হোসেন।

লিখিত অভিযোগে বলা হয়, জামসিং এলাকার গ্রাহক রিপনের ছয় মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১০ হাজার টাকা বকেয়া পরিশোধ না করে দীর্ঘদিন ধরে তালবাহানা করে আসছিল। বুধবার দুপুরে পল্লীবিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানসহ পাঁচজন সেই বকেয়া বিল আদায়ে রিপনের বাড়িতে যায়। ওই সময় নিয়ম অনুযায়ী বিদ্যুৎ বিল পরিশোধ না করায় রিপনের বসতবাড়ির সংযোগে বিচ্ছিন্ন করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ওই সময় রিপন, তার ভাই সেলিম, বোন মনিরা বেগম, সুমন ও রশিদসহ অজ্ঞাত ৩ থেকে ৪ জন কর্মকর্তা-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে লাঠিসোটা, লোহার রড ও ইটের টুকরো দিয়ে পল্লীবিদ্যুতের পাঁচজন স্টাফকে মারধর করে গুরুতর জখম করে। ওই সময় লাইনম্যান সানির পকেটে থাকা অন্য গ্রাহকের আদায়কৃত ১ লাখ ৬৫ হাজার টাকা বিদ্যুৎ বিল ও তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ শিমুলতলা জোনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুল মোত্তালিব হোসেন বলেন, ‘বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে আমার অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বিল পরিশোধ না করলে নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। সরকারি সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমার স্টাফরা এরকম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রাতে আমি সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছি।’

এ বিষয়ে সাভার মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) নয়ন কারকুন বলেন, ‘পল্লীবিদ্যুতের স্টাফদের মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

(টিজি/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test