E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১৮:২০:১৩
আশুলিয়ায় ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, দুইটি রামদা, একটি চাইনিজ কুড়ালসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন সাউথ বেঙ্গল (সিএনজি) ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গাজীপুর জেলার কাশিমপুর থানার বাগবাড়ী পূর্বপাড়া গ্রামের মো. কালাম মণ্ডলের ছেলে জিসান মণ্ডল (২৪), একই জেলার আব্দুর রহমানের ছেলে রাজু আহম্মেদ (২৪), বগুড়ার শেরপুর থানার রনবীরবালা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আব্দুল মমিন (২৫), আশরাফুল ইসলামের ছেলে নয়ন ইসলাম (২৩) ও নীলফামারীর ডিমলা থানার নাওতোরা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সৈনিক ইসলাম শাহীন (২৮)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডাকাতি করত।

পুলিশ জানায়, এই চক্রের সদস্যরা আশুলিয়ার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জামগড়ায় ঘটনা স্থলে উপস্থিত হলে এই চক্রের সদস্যরা পালিয়ে যাবার চেষ্টা করে, পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই চক্রের সদস্যদের নামে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের বাকি সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, আসামিদের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাত চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত থাকবে।

(টিজি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test