E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোর পৌরসভায় অবস্থানের পর দাবি মেনে নিলেন মেয়র

২০২৪ ফেব্রুয়ারি ২৯ ১৭:২৯:৩৭
যশোর পৌরসভায় অবস্থানের পর দাবি মেনে নিলেন মেয়র

যশোর প্রতিনিধি : যশোর পৌরসভার সচেতন নাগরিক সমাজ ৪ দফা দাবিতে পৌর ভবন চত্ত্বরে অবস্থান শেষে দাবি মেনে নিয়েছেন পৌর মেয়র। বৃহস্পতিবার সকালে পৌর নাগরিক কমিটি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে ৪ দফা দাবি আদায়ে আন্দোলন করছিলো। তাদের দাবির ভিতরে প্রধান ও অন্যতম দাবি ছিলো সাবমার্সিবল পানির বিল বাবদ ৩০০ টাকা অযৌক্তিক এটা তারা দিবেন না।

এছাড়া পানিকর, খাজনা বৃদ্ধি, সুপীয় পানির সরবরাহ করাও তাদের দাবিতে ছিলো। আন্দোলনরত পৌরবাসি মাইক বাজিয়ে পৌরসভা চত্ত্বরে তাদের দাবির কথা তুলে ধরেন। পাশাপাশি পৌরসভা ও মেয়রের কঠোর সমালোচনা করতে থাকেন। এক পর্যায়ে পৌর মেয়র হায়দার গণি খান পলাশ উপস্থিত হলে পৌরবাসি না না স্লোগান দিতে থাকে। পরে পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দৃ মেয়রের হাতে স্মারক লিপি তুলে দেন।

এ সময় পৌর মেয়র ৪ দফা দাবির ভিতরে সাবমার্সিবল বাবদ ৩০০ টাকা দেওয়া লাগবে না ঘোষণা করেন।

বক্তব্য রাখেন পৌর নাগরিক কমিটির আহবায়ক শওকত আলী, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, তসলিমুর রহমান, অধ্যক্ষ শাহিন ইকবাল, মাহামুদ রেজা, হাসান হাফিজুর রহমান, রিনা খাতুন, মনির আহমেদ সিদ্দিকী, শাহানাজ পারভীন, নওশের আলী, নাসির আহমেদ, আশরাফুল আজাদ প্রমুখ।

সচেতন নাগরিক সমাজের পক্ষে ইকবল কবির জাহিদ বলেন, ৪ দফা দাবিতে পৌরসভায় অবস্থান নিয়েছি। এক দফা দাবি মেয়র মেনে নিয়েছেন। মেয়র মহোদয় চাইলেই বাকি ৩ দফা মেনে নিতে পারেন। ৪ দফা দাবি আদায়ে পরবর্তীতে পৌর নাগরিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, পৌরবাসির কষ্টের কথা চিন্তা করে সাবমার্সিবল বিল বাতিল করা হয়েছে। এই বিল এক এক জেলায় এক এক রকম। ঢাকায় কথা বলার পর তারা জানিয়েছে বিল নেওয়া না নেওয়া পৌরসভার বিষয়। তাদের অন্য দাবির বিষয়ে মন্ত্রনালয়ে যোগাযোগ করার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

(এসএমএ/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test