E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ভৈরবে

২০২৪ মার্চ ০৯ ১৯:০৪:১১
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ভৈরবে

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর। 

উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ফারহানা বেগম লিপি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, রফিকুল ইসলাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শরীফ আহমেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, রফিকুল ইসলাম মহিলা কলেজ সহকারী অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব, সাবেক ছাত্রলীগ নেতা মো. আক্তারুজ্জামান, সংগঠক সাংবাদিক ওয়াহিদা আমিন পলি, দৈনিক পূর্বকণ্ঠ ও সাপ্তাহিক দিনের গান পত্রিকার সম্পাদক সোহেল সাশ্রু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের প্রধান গুণ ছিল মানুষকে ভালবাসা। তিনি যেমন সাধারণ মানুষকে ভালবাসতেন তেমনি মানুষ তাকে ভালবাসতেন। বাংলাদেশ আওয়ামী লীগের একজন অন্যতম সংগঠক ছিলেন তিনি। আওয়ামী লীগের দুর্দিন দুঃসময়ের দলে হাল ধরেছিলেন শক্ত হাতে। তাই আজ আমরা আওয়ামী লীগ সরকারের অধীনে একটি উন্নয়শীল দেশ দেখছি। ভৈরব জনপদের আজকে যা উন্নয়ন হয়েছে তা একমাত্র আলহাজ্ব জিল্লুর রহমানের হাত ধরেই হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। শেষ জীবনে দেশের ১৯তম রাষ্ট্রপতি হয়েছিলেন। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

দিনটি উপলক্ষে দুইদিনের কর্মসূচী গ্রহণ করেছিল স্থানীয় দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকা পরিবার। বক্তারা এই আয়োজনের জন্য ভূয়সী প্রশংসা করেন।

৮ মার্চ জিল্লুর রহমানের উপর আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু। আবৃত্তি প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব সরকারি হাজী আসমত কলেজ প্রভাষক লুবনা হক, বাংলা সংস্কৃতি ধারা সভাপতি নূরুল কাদের সোহেল ও আবৃত্তি শিল্পী ফারহানা বেগম লিপি।

জিল্লুর রহমানকে নিয়ে লেখা কবিতায় আবৃত্তি দুই গ্রুপে ও জিল্লুর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে শিশু কিশোরদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

(এসএস/এসপি/মার্চ ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test