E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে তালা ভেঙ্গে অনার্স পরীক্ষার ১০ বস্তা উত্তরপত্র চুরি, থানায় মামলা, গ্রেফতার ১

২০২৪ মার্চ ২৩ ১৯:১৪:২৩
গাজীপুরে তালা ভেঙ্গে অনার্স পরীক্ষার ১০ বস্তা উত্তরপত্র চুরি, থানায় মামলা, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ষ্টোর রুমের তালা ভেঙ্গে ২০২২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ১০ বস্তা উত্তরপত্র চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বাসন থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করলে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পরীক্ষক সহযোগী অধ্যাপক ইফফাত আরা।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাশের ষ্টোর রুমে মধ্যে রাখা অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১বর্ষ পরীক্ষা-২০২২ রাষ্ট্র বিষয়ের পরীক্ষার ৩৯বস্তা উত্তরপত্র ষ্টোর রুমে তালাবদ্ধ অবস্থায় ছিল। গত ২১ মার্চ বিকেলে ষ্টোর রুমে তালা সঠিক বাবে লাগানো দেখে আমি বাসায় চলে যাই।

গতকাল শুক্রবার দুপুরে ২টার দিকে কলেজের নিরাপত্তা প্রহরী শ্রী সুশিল ও নিরঞ্জন কলেজের অধ্যক্ষকে জানায়, ষ্টোর রুমের তালা ভেঙ্গে কে বা কাহারা উত্তরপত্র চুরি করেছে। তাৎক্ষণিক ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০বস্তা পরীক্ষার উত্তরপত্র চুরি ঘটনা নিশ্চিত হন।

মামলার বাদী কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পরীক্ষক সহযোগী অধ্যাপক ইফফাত আরা বলেন, শুক্রবার জুমার পর খবর পাই ষ্টোর রুমের তালা ভেঙ্গে কে বা কাহারা আমাদের খাতা গুলো নিয়ে গেছে। পরে প্রিন্সিপাল স্যার আমরা সবাই যাই পাশাপাশি পুলিশে খবর দেয়া হয়। পরে আমরা দেখি ১০টা বস্তা খাতা চুরি গেছে। কোন বস্তাতে ২৫০টি উত্তরপত্র, কোন বস্তাতে ২৮০টি আবার কোন বস্তাতে ৩০০ থেকে ৩৫০টি উত্তরপত্র ছিল। পরে অবশ্য কেউ একজন একটি অটোরিকশা করে ১০বস্তা খাতা পাঠিয়ে দিয়েছে। তবে পাঠিয়েছে তা তিনি বলতে পারেননি।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মো. বিএম আব্দুল হান্নান জানান, গত শুক্রবার দুপুর দেড়টার দিকে বিজ্ঞান ভবনের নিচ তলায় একটি ষ্টোরের মতো আছে। সেখানকার তালা ভেঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসলে কলেজেরই এক ছাত্র একটি অটোরিকশা দিয়ে ১০ বস্তা খাতা নিয়ে কলেজ ক্যাম্পাসে আসে। পরে ওই ছাত্রকে পুলিশ আটক করে। তবে এ ঘটনার সাথে কারা জড়িত, এমন প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, বিষয়টি দারোয়ানরা পুলিশকে অবহিত করেছে আপনারা থানায় খোঁজ নেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বাসন থানার এসআই মোঃ নাজমুল হক বলেন, খাতা চুরির ঘটনায় অনিক নামে অনার্স পড়ুয়া ওই কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। চুরির ঘটনায় তার সঙ্গে আরো কারা জড়িত তা তদন্ত করে বের করা হচ্ছে।

এ বিষয়ে জানতে বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা চুরির ঘটনায় একজন আসামী গ্রেফতার করা হয়েছে, ১০ বস্তা খাতা উদ্ধার করা হয়েছে। তাকে রিমান্ড চেয়ে আদালতে উপস্থাপন করা হয়েছে। এবিষয়ে তদন্ত চলছে।

(এস/এসপি/মার্চ ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test