E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহেশপুর সীমান্তে ডলার-রুপিসহ ভারতীয় পুলিশ সদস্য আটক

২০২৪ মার্চ ২৩ ১৯:৪৬:৫২
মহেশপুর সীমান্তে ডলার-রুপিসহ ভারতীয় পুলিশ সদস্য আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বিজিবি।  সেসময় তার কাছ থেকে বিদেশি ডলার ও বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। শনিবার সকালে উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত পি.ভি.জন সিলভারাজ ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তার সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পের হাবিলদার কাওছারের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সিলভারাজকে আটক করে। তাঁর কাছ থেকে ১ হাজার ১৫০ ডলার ও ৪০ হাজার ৮৭০ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যমতে, তার বাড়ি ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামে।

সিলভারাজের ভারতীয় নাগরিক পরিচয়পত্র অনুযায়ী তিনি তামিলনাড়ু পুলিশের একজন সদস্য।

এ তথ্য নিশ্চিত করে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী জানান, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি থাইল্যাণ্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তার সঙ্গে তামিলনাড়ু পুলিশের একজন সদস্য মর্মে পরিচয়পত্র এবং মোবাইল ফোনে দায়িত্ব পালনকালীন দৃশ্য পাওয়া গেছে।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

(একে/এএস/মার্চ ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test