E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

২০২৪ মার্চ ২৬ ১৫:১০:৫৫
সালথায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সালথা থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাড়ে ৯টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি স্বাধীনতা র‍্যালি বের হয়ে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ, সালথা থানা, আওয়ামী লীগ, স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সালথা সরকারি কলেজ, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সালথা উপজেলা শাখাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালথা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন জাতীয় সংগীত পরিবেশন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফায়েজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার, ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ, সাধারন সম্পাদক শাহিন আলম প্রমূখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রব্রতী।

(এএনএইচ/এএস/মার্চ ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test