E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে মধু আহরণ কর্মসূচির উদ্বোধন

২০২৪ এপ্রিল ০১ ১৭:৩৪:৩৫
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে মধু আহরণ কর্মসূচির উদ্বোধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে মধু আহরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে বনবিভাগ। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের সহকারী বনসংরক্ষক একেএম ইকবাল হোসাইন চৌধুরী, খুলনা বিভাগীয় বনসংরক্ষক ড. আবু নাসের মোহসিন হোসেন, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রচারের অভাব, উদাসীনতা এবং ভেজালের কারণে আজ সুন্দরবনের মধুর জিআই সনদ বাংলাদেশের বদলে ভারত পেয়েছে। এজন্য আমাদের আরও সচেতন হতে হবে এবং ভেজাল মধুর বিরুদ্ধে কাজ করতে হবে।

মধু আহরণ উদ্বোধন অনুষ্ঠানে সুন্দরবনের পাস পাওয়া শত শত মৌয়াল উপস্থিত ছিলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৭ জন মৌয়াল পাস নিয়ে সুন্দরবনে গেছেন।

(আরকে/এসপি/এপ্রিল ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test