E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৈসাবি উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

২০২৪ এপ্রিল ০৪ ১৯:৩৮:১১
বৈসাবি উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

রিপন মারমা, রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রামে সামাজিক উৎসব আসন্ন বৈসাবি উপলক্ষে পাহাড়ের দরিদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাঙামাটি রিজিয়নের প্রান্তিক মাঠে আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ২১ জনকে আর্থিক সহায়তা তুলে দেন রাঙামাটি সেনা রিজয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(আরএম/এএস/এপ্রিল ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test