E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

২০২৪ এপ্রিল ০৮ ১৩:৩৪:১০
নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা সাংবাদিক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ডাকে এই কর্মসূচিতে জেলায় কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেছে। আজ সোমবার দুপুরে শহরের বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন কর্মসূচি থেকে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীকে আইনের আওতায় আনার ৭২ ঘন্টা সময়সীমা বেঁধে দেন কর্মসূচিতে অংশগ্রহণকারী সাংবাদিক নেতারা।

নীলফামারী সদর উপজেলা কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী কতৃক সাংবাদিক নুরল আমিনকে সন্ত্রাসী কায়দায় মারপিটের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। সংগঠনটির জেলা কমিটির সভাপতি স্বপ্না আক্তার স্বণালী শাহের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালীন বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল-আমিন, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ উপ-কমিটির সদস্য ওয়াজেদুর রহমান কনক, প্রেসক্লাবের নির্বাহী সদস্য নূরে আলম সিদ্দীকি দুলাল, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এনএম হামিদী বাবু প্রমুখ।

মানববন্ধন চলাকালীন বক্তারা বলেন, নীলফামারী সদর উপজেলার ৭নং কচুকাটা ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণের তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীরা দেখতে পায় চাল কম দেয়া হচ্ছে। আর এই ভিডিও ধারণের সময় চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী সাংবাদিক নুরল আমিনকে শারীরীক হেনস্তা এবং বেধড়ক মারপিটের প্রতিবাদে নীলফামারী বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।

(ওআরকে/এএস/এপ্রিল ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test