E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর ২০০ পরিবার পেল ঈদ সামগ্রী 

২০২৪ এপ্রিল ০৯ ১৫:২৭:১৬
গোপালগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর ২০০ পরিবার পেল ঈদ সামগ্রী 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারীর আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ শ’ সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার ওই উপজেলার বাটিকামারি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ শ’ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহারের পোলাওর চাল, চিনি, সেমাই, সয়াবিন তেল,গুড়ো দুধ, কিসমিস, লবন সহ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার মাহবুবুর রহমান ইমন, সহ.সভাপতি রেজাউল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সেলিম শেখ, সহসাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফ, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন পাল, আকমাল হোসেন হিরু, বজলুর রহমান, আক্তারুজ্জামান বাবলু, ইমরান হোসেন পলাশ, সুজন রায়, সাইফুল ইসলাম কায়েস, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম প্রমুখ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ঈদ হোক সবার। তাই আমরা একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে ভুমিকা রাখতে পারবো ইনশাল্লাহ।
ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, আমরা সবাইকে নিয়ে ঈদ করতে চাই। সবার ঘরে ঘরে থাকুক ইদের আনন্দ।

সাধারণ সম্পাদক সেলিম শেখ বলেন, সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ইতিবাচক ভূমিকা রাখতে পারবো এটাই আমাদের বিশ্বাস। সকল সদস্য সমাজের জন্য কিছু করতে অঙ্গীকারবদ্ধ। এ কাজে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ঈদের আগে ঈদ উপহার পেয়ে এলাকাবাসী কুলসুম বেগম, রহিমা খানম, মুন্নি আক্তার সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ফাউন্ডেশন এই কার্যক্রমে আমরা আনন্দের সাথে গত ১২ বছর ধরে ঈদ করতে পারছি। আমরা ফাউন্ডেশনের এ কার্যক্রম আব্যাহত রাখতে অনুরোধ জানাই।

(টিবি/এসপি/এপ্রিল ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test