E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ জয়কে সংবর্ধনা

২০১৪ ডিসেম্বর ০৭ ২১:১৯:১৭
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ জয়কে সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি : রবিবার বিকেল ৩টায় বগুড়ার ধুনটের শাকদহ গ্রামের কৃতি সন্তান বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্-উল আলম জয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। ধুনট এন.ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক। অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্-উল আলম জয়।

এছাড়া আরো বক্তব্য দেন সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক সোলায়মান হোসেন, শাহজাহান আলী, প্রভাষক আল আমিন, রফিকুল ইসলাম, মোস্তফা কামাল সরকার, আব্দুর রশিদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু মারজান শাহজাহান, গোসাইবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ, ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান, উপজেলা আ.লীগ নেতা মহসীন আলম, ভিপি সাইফুল ইসলাম, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মন্টি, সাধারণ সম্পাদক আসলাম ও সদস্য জাকারিয়া ইসলাম। প্রধান অতিথি বলেন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে বর্তমান আওয়ামী লীগ সরকারতথ্যপ্রযুক্তির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ডিজিটাল শিক্ষা ছাড়া উন্নত জীবন গঠন করা সম্ভব না। সর্বক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েছে। তাই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি শিক্ষার উপর গুরত্ব দেওয়া উচিত। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ধুনট থেকে বগুড়া আজিজুল হক কলেজে যাতায়াতের জন্য কলেজের শিক্ষার্থীদের অর্থায়নে ক্রয়কৃত নতুন একটি বাসের উদ্বোধন করা হয়।

(এএসবি/পি/ডিসেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test