E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় বৃক্ষ নিধনের প্রতিবাদ ও বেড়ীবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

২০১৪ ডিসেম্বর ২৮ ১৭:৫৫:০৭
বরগুনায় বৃক্ষ নিধনের প্রতিবাদ ও বেড়ীবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার দফাদার ব্রীজ ও সেকান্দারখালীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপরের বৃক্ষ নিধনের প্রতিবাদে ও ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ দ্রুত নির্মানের দাবিতে রবিবার মানববন্ধন কর্মসূচী পালন করেছে আমতলী প্রেসক্লাব। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত মানববন্ধনে নানা শ্রেণী পেশার ৫ শতাধিক লোক অংশ গ্রহণ করেছে।

মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আমতলী উপজেলা চেয়ারম্যান জি,এম দেলোয়ার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোতাহার মৃধা, আবুল কালাম আজাদ, হারুন-অর রশিদ, নুরুল ইসলাম মৃধা প্রমুখ।

উল্লেখ্য, আমতলী উপজেলার দফাদার ব্রীজ ও সেকান্দারখালীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের নামে কয়েকদিন আগে বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় এমবিএল নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কোন আইনী প্রক্রিয়া ছাড়াই তিন শতাধিক রেন্ট্রি, চাম্বল, বাবলা, নারিকেলসহ নানা ফলজ ও বনজ গাছ কেটে ফেলে।

এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক, আমতলীর বন কর্মকর্তা আবদুল হাই সেলিম, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সিদ্দিকুর রহমান মৃধাসহ ১৪ ব্যক্তির বিরুদ্ধে আমতলী থানায় মামলা করেছেন সেকান্দারখালী গ্রামের নুরুল ইসলাম মুন্সী। ইতোমধ্যে গাছকাটার সাথে জড়িত থাকার অভিযোগে হান্নান গাজীকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

(এমএইচ/এএস/ডিসেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test