E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় চাঁদার দাবিতে জেলেকে গুলি

২০১৫ জানুয়ারি ১২ ২১:২৮:৪৮
লোহাগড়ায় চাঁদার দাবিতে জেলেকে গুলি

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় চাঁদার দাবিতে কান্ত বিশ্বাস (৩৫) নামে এক জেলেকে গুলি করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত ওই জেলেকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার মধুমতি নদীতে মাছ শিকারের সময় মল্লিকপুর ইউপির দিকচর এলাকায় এ ঘটনা ঘটে। কান্ত বিশ্বাস লোহাগড়া পৌর এলাকার কুন্দসী গ্রামের সতিশ বিশ্বাসের ছেলে।

নৌকার মাঝি কিশোর ইমন শেখ(১৩) জানান, লোহাগড়ার মধুমতি নদীর মল্লিকপুর দিকচর এলাকায় মাছ ধরার সময় কাশিয়ানী উপজেলার জঙ্গল-মুকুন্দপুর গ্রামের হোসেন শিকদারের ছেলে রুবেল ও একই এলাকার তুষারের নেতৃত্বে ৩/৪ জনের একদল সন্ত্রাসী নদী পার হওয়ার কথা বলে নৌকায় ওঠে। এরপর তারা জেলে কান্ত বিশ্বাসের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই সন্ত্রাসীরা পিস্তল দিয়ে কান্ত বিশ্বাসের বাম পায়ে গুলি করে। আহত কান্ত বিশ্বাসকে প্রথমে লোহাগড়া হাসপাতালে এবং অবনতি হওয়ায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিসৎক ডা: মশিউর রহমান জানান, এক্সরে রিপোর্টের পর তার পায়ে অস্ত্রোপচার বিষয়টি খতিয়ে দেখা হবে।

লোহাগড়া থানার ডিউটি অফিসার এ এস আই বদর উদ্দিন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লোহাগড়া থানা পুলিশ নৌকার মাঝি কিশোর ইমন শেখকে থানায় আনা হয়েছে।

(আরএম/অ/জানুয়ারি ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test