E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে ট্রাক ও ট্রাক্টরে আগুন, আহত ২

২০১৫ জানুয়ারি ১৫ ১৮:৪২:১৭
নাটোরে ট্রাক ও ট্রাক্টরে আগুন, আহত ২

নাটোর প্রতিনিধি : বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুরে একটি সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। আগুন এবং দুর্বৃত্তদের এলোপাতাড়ি মারপিটে অজয় দাস নামে ট্রাকের চালক এবং হেলপার রাসেল হোসেন আহত হয়। আহত চালক ও হেলপারকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুট্টু, খোরশেদ, ওলি ও সজীব নামে চার যুবককে আটক করেছে আইন শৃংখলা বাহিনী। অপরদিকে, সিংড়া উপজেলার চৌগ্রাম পুকুর পাাড় এলাকায় বুধবার রাতে মাসুদ ফকির নামে এক আওয়ামীলীগ কর্মীর একটি ট্রাক্টরে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে সিংড়া থানার পুলিশ এই ঘটনার সঙ্গে হরতাল বা অবরোধের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে নারায়নগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজশাহীর পুঠিয়ায় যাওয়ার পথে আহমেদপুর এলাকায় দুর্বৃত্তরা গতিরোধ করে। দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিলে চালক অজয় দাস ও হেলাপার রাসেল হোসেনকে ট্রাক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে পুলিশসহ নাটোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এসময় আহত চালক ও হেলপারকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ট্রাক চালক অজয় দাস রাজশাহীর মোহনপুর উপজেলার বদরপুর গ্রামের সতিশ দাসের ছেলে এবং হেলপার রাসেল হোসেন পুঠিয়া উপজেলার দীঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

এঘটনার পর আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় চিরুণী অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ভুট্টু, খোরশেদ, সজিব ও ওলি নামে চারজনকে আটক করে। এদিকে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে এবং উপজেলা ওলামাদলের সভাপতি ক্বারী রফিকুল ইসলামের ছেলে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক রাসেদুল ইসলাম প্রিন্সকে আটক করে।

এদিকে বুধবার রাতে দুর্বৃত্তরা সিংড়া উপজেলার চৌগ্রাম পুকুরপাড় এলাকার আওয়ামী লীগ কর্মী গৃহস্থ মাসুদ ফকিরের বাড়িতে ট্রাক্টরের গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। ওই গ্যারেজে চারটি ট্রাক্টর থাকলেও একটিতে আগুন লেগে পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়। সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাটিকে পুর্ব বিরোধেরে জেরে সংঘঠিত হতে পারে বলে ধারনা করছেন। হরতাল বা অবরোধের নাশকতার সাথে এই ঘটনার কোন সম্পর্ক নেই বলে জানান। এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

অপরদিকে বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান,আহমেদপুর এলাকায় ট্রাক পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ অভিযান অব্যাহত রয়েছে।

(এমআর/এএস/জানুয়ারি ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test