E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে অবরোধে সাড়া নেই

২০১৫ জানুয়ারি ১৭ ১৩:২০:০৩
রায়পুরে অবরোধে সাড়া নেই

রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলায় বিএনপি-জামায়াত জোটের ডাকা জীবনযাত্রায় কোন প্রভাব পড়েনি। গত ১১ দিনধরে অবরোধ চলাকালে উপজেলার কোথাও বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এমনকি অবরোধ সমর্থনে কোথাও কোনো মিছিল-মিটিং কিংবা পিকেটিং হয়নি। ফলে উপজেলা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক ছিল।

শহরের অভ্যন্তরে প্রতিদিনের মতো সিএনজি, টেম্পো, ব্যাটারিচালিত আটোরিকশা, রিকশা ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে। দুর পাল্লার যানবাহনও পুলিশ পাহারায় চলাচল করেছে আগের মতই। সকাল থেকেই শহরের দোকানপাট খোলা ছিল। গত ৬ জানুয়ারী বিএনপি নেতাকর্মীরা আ’লীগের একটি মিছিলে হামলা চালালে ওসির নেতৃত্বে একদল পুলিশ আইন-শৃংখলা রক্ষার্থে তাদের ছত্রভঙ্গ করার চেস্টা করলে উশৃখংল বিএনপি-জামায়াত কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় ওসি মনজুরুল হক আকন্দ, এসআই আবুল বাশার, সিরাজ, কনস্টেবল মিজান, শাহজালাল, আব্দুর সাত্তার, ও খালেদ আদনান মারাত্বক আহত হয়। পরে রাতেই পুলিশ ও যুবলীগ নেতা কামরুল হাছান রাসেল বাদি হয়ে দুটি মামলা হওয়ার পর থেকেই লাপাত্তা হয়ে যায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

রায়পুর থানার ওসি মনজুরুল হক আকন্দ জানান, রায়পুরে জীবনযাত্রা স্বাভাবিক ছিল। অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিল। এছাড়া বিশেষ নজরদারিতে ছিল সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একাধিক দল।

(পিকেআর/পি/জানুয়ারি ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test