E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত-৩

২০১৫ জানুয়ারি ৩০ ১৬:৩৯:৫৯
রায়পুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত-৩

রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রায়পুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস এর উপজেলা প্রতিনিধি ইসলাম উদ্দিন বাপ্পি (৩০) নামে এক সাংবাদিকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহা সড়কের বাসাবাড়ি ও ট্রাফিক মোড় এলাকায় মালবাহী পাহাড়ট্রলি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মুমুর্ষ অবস্থায় বাপ্পিকে মাতৃছায়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মর্ডান হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত ২ ছাত্র এইচএসসি পরীক্ষার্থী মো. রাকিব (২৮) ও শিক্ষক বাবলু (২৬) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মালবাহী ট্রাক ও ট্রলি আটক করে থানায় নিয়ে আসলেও চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক ও শিক্ষক ইসলাম উদ্দিন বাপ্পি মটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে শিক্ষক বাবলুকে নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। বাসাবাড়ি বাজারের মসজিদের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রলির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে বাপ্পির মাথা ও বুকে মারাত্মক আঘাত পান। একই সময়ে ট্রাফিক মোড়ে দ্রুতগামী মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে পথচারী এইচএসসি পরীক্ষার্থী রাকিব গুরুতর জখম হন।

রায়পুর থানার এসআই আব্দুল বারেক জানান, দুর্ঘটনার খবর পেয়েই মালবাহী ট্রাক ও ট্রলি আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া চালকদের গ্রেফতারে চেষ্টা চলছে।

(পিকেআর/এটিআর/জানুয়ারি ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test