E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ

২০১৫ ফেব্রুয়ারি ০১ ১৩:০৭:০৩
রায়পুরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : হরতাল-অবরোধের মাঝেও রায়পুরের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে শেষ মুহুর্তের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উৎকণ্ঠায় রয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। নিরাপদ ও সুষ্ঠুভাবে মাধ্যমিক স্তরের পরীক্ষা সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষক অভিভাবক ও সংশ্লিষ্টরা।

জানা গেছে, আগামী ৪ ফেব্রুয়ারি মাধ্যমিক, দাখিল ও কারিগরি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সারা দেশের মতো রায়পুর জনকল্যান উচ্চ বিদ্যালয়, মাচ্চের্ন্টস একাডেমী, এলএম পাইলট, বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বিদায় সংবর্ধনা ও পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ। কিন্তু পরীক্ষার্থীরা রয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। কেন্দ্রগুলোতে নিরাপদে গিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারবে কিনা সে চিন্তায় বাধাগ্রস্ত হচ্ছে তাদের প্রস্তুতি। জানাগেছে, রায়পুরে ৪টি কেন্দ্রের মধ্যে এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২৮৫ জন, হায়দরগঞ্জ তাহেরীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৩৩ জন, চরবংশী আজিজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯০জন এবং রায়পুর আলীয়া মাদ্রাসা কেন্দ্রে ৪০৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।
(পিকেআ/পিবি/ফেব্রুয়ারি ১,২০১৫)


পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test