E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাঙ্গায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

২০১৫ ফেব্রুয়ারি ০৪ ১৪:৫৯:১৪
ভাঙ্গায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : সরকারি জমি দখল করে ঘর নির্মাণকে কেন্দ্র করে ভাঙ্গা পৌরসভার নওপাড়া মহল্লায় দুই দলের মধ্যে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কমপক্ষে ১১টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে ভাঙ্গা থানার এক উপ-পরিদর্শক, মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়। সংঘর্ষ থামাতে ভাঙ্গা থানা পুলিশ ৪৮ রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ করে। 

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, নওপাড়া গ্রামের দীর্ঘদিন যাবৎ বিবদমান দুটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে ভাঙ্গা পৌরসভার ২ নং ইউনিটের সাবেক কাউন্সিলর জহুরুল হক ও নওপাড়া গ্রামের মির্জা জিয়া। মির্জা জিয়ার পক্ষের কুটি ফকির নামক এক ব্যক্তি সরকারি গ্রাম্য হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণ করতে গেলে গত মঙ্গলবার (৩ ফেব্রয়ারি) বিকেলে জহুরুলের পক্ষের লোকজন বাধা দেয়। এসময় মির্জা জিয়ার পক্ষের লোকজন জহুরুলের পক্ষের পক্ষের আতিকুল শেখ (৩৫)কে পিটিয়ে গুরুতর জখম করে। এর জের ধরে আজ বুধবার সকালে দুই পক্ষের সহস্রাধিক লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় জহুরুলের সমর্থকরা জিয়া মির্জার পক্ষের তারা মির্জার দোকান, মির্জা তালেব, তসলিম মির্জা, গোলজার মোল্লা, বাচ্চু মাতুব্বর, মোশারফ হোসেন, খায়রুল শেখের বাড়িঘর লুটপাট ও ভাংচুর করে। জিয়া মির্জার সমর্থকরা জহুরুলের পক্ষের হারুন শেখ, হাবিবুল্লাহ মির্জা, ছিদ্দিক মোল্লার বাড়ি ঘর লুটপাট করে। দুইঘন্টাব্যাপি সংঘর্ষ থামাতে পুলিশ শর্টগানের গুলি বর্ষণ করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪জনকে আটক করে। সংঘর্ষে ভাঙ্গা থানার উপপরিদর্শক মুকুল ও এলাকার তিন মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে। সংঘর্ষ থামাতে ৪৮ রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ করা হয়েছে।
(এডি/পিবি/ফেব্রুয়ারি ৪,২০১৫)


পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test