E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে খেলার মাঠ দখল নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ১৭:৩০:০৮
বাগেরহাটে খেলার মাঠ দখল নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রানকেন্দ্রের ঐতিহ্যবাহী খেলার মাঠ দখল করে মার্কেট নির্মাণকে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে তিব্র উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে একই স্থানে এক ঘন্টার ব্যবধানে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে।

বৃস্পতিবার সকালে মাঠ সংলগ্ন সড়কে আওয়ামী লীগের একাংশ খেলোয়াড়দের ব্যানারে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট পিসি কলেজের সাবেক অধ্যক্ষ আ, ছত্তার আকন, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, সেচ্ছাসেবক লীগের আহবায়ক রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মেজবাহ উদ্দিন খোকন, ওয়াদুদ আকন, আবুল হোসেন নান্টু, শহিদুল ইসলাম আকন, নাজমুল আহসান শিমুল গাজী, জিয়া উদ্দিন তালুকদার, হাসান মীর প্রমুখ। বক্তারা বলেন, আমরা মার্কেট চাইনা, খেলার মাঠ চাই। এখানে মার্কেট নির্মাণ হলে গুটি কয়েক মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। খেলাধুলার পরিবেশ চিরতরে বন্ধ হয়ে যাবে। তারা স্কুল কর্তৃপক্ষকে মাঠটি অবমুক্ত রাখার আহবান জানিয়েছেন। না হলে মাঠ রক্ষায় কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তরা।

অপরদিকে, এক ঘন্টা পর একই দিনে স্কুল কর্তৃপক্ষের ব্যানারে আওয়ামী লীগের অপর পক্ষ মার্কেটের পক্ষে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করে। এতে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন, সাউথখালী ইউপির চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান শিক্ষক আ. আজিজ মোল্লা, আ. হামিদ তালুকদার, মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কালাম, শেখ মোহাম্মদ আলী, ম্যানেজিং কমিটির সদস্য ফারুক তালুকদার, শিক্ষক বদিউজ্জামান বাদল, শাহিনুজ্জামান ও ওমর ফারুক। তারা বলেন, মাঠ দখল করে নয়, স্কুলের উন্নয়নের সার্থে মাঠের পাশে মার্কেট নির্মান করা হচ্ছে। এতে মাঠের কোনো ক্ষতি হবেনা।

এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে বিবদমান খেলার মাঠের নির্মান কাজ বন্ধ করা হয়েছে। মার্কেট নির্মানের কাজ চলবে কিনা তা কাগজপত্র যাচাই বাছাই করে পরবর্তীতে জানানো হবে।

(একে/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test