E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে পাউবো’র কোটি টাকার জমি দখল

২০১৫ ফেব্রুয়ারি ২৫ ১১:৪৪:৪৮
রায়পুরে পাউবো’র কোটি টাকার জমি দখল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :  লক্ষ্মীপুরের রায়পুরে রাতের আধারে ফাঁড়ি থানার সামনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)  প্রায় কোটি টাকার মূল্যের জমি দখল করে হাজিমারা মাছ বাজারে বিপুল পরিমাণ সম্পত্তি অবৈধভাবে দখলে নিয়ে দোকানপাট নির্মাণ করছেন প্রভাবশালীরা। ইতিমধ্যে টিন ও পাকা পিলার দিয়ে ১৫টি দোকানঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বাকিগুলো নির্মাণের কাজও চলছে। ফাঁড়ি থানা পুলিশের কাছে প্রতিকার চেয়েও রহস্যজনক কারনে সহযোগিতায় পাননি বলে জানান ক্ষতিগ্রস্থ দোকানীরা। এতে দোকানঘর হারিয়ে ৩০ ব্যবসায়ীদের প্রায় আড়াই’শ পরিবার মানবেতর জীবন যাপন করছে।

বুধবার সরজমিন উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা বাজারে গিয়ে দেখা যায়, মাছ বাজারের বিশাল জায়গায় প্রায় ৩০টি দোকানঘর ভাংচুর ও উচ্ছেদ করে অর্ধশতাধিক দোকানঘর নিমাণের কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নাজড়িত অভিযোগ করে জানান, প্রায় ৪ বছর আগে জেলে, দিনমুজুরসহ স্থানীয় লোকজন হাজিমারা ফাড়ি থানার সামনে পাউবো’র জায়গায় অস্থায়ী ভাবে প্রায় দেড় শতাধিক লোকজন দোকানঘর তুলে হাজিমারা বাজার নামে ব্যবসা করে আসছিলো। গত তিন বছর ধরে বাজারটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ইজারা নিয়ে আ.লীগ নেতা মিন্টু ফরাজী, গনী আখন ও হারুন জমাদার বাজারটি পরিচালনা করে আসছিলো। কিন্তু গত বুধবার রাতে ২নং উত্তর ও ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয় থেকে স্থানীয় প্রভাবশালী আবুসুফিয়ান মোল্লা, জাকির মোল্লা, আরিফ ও যুবলীগ নেতা দিদার মোল্লা, হারুন, জুলহাসসহ দেড়শতাধিক নেতাকর্মী বাজারের বাঁশ ও টিনের তৈরি প্রায় ৩০টি দোকান ভাংচুর ও উচ্ছেদ করে এক রাতেই সিমেন্টের পাকা পিলার বসিয়ে প্রায় ৫০টি নতুন দোকানঘরের জায়গা দখল করে চলে যায়। পরে টিন দিয়ে ১৫টি দোকানঘর নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। এঘটনায় ক্ষতিগ্রস্থ দোকানদাররা ফাড়ি থানার পুলিশ ও পাউবো কর্মকর্তাদের সহযোগিতা চাইলেও তারা রহস্যজনক কারনে কোন সহযোগিতায় করেননি বলে অভিযোগ করেন।
যোগাযোগ করা কলে অভিযুক্ত আ.লীগ নেতা জাকির মোল্লা ও যুবলীগ নেতা দিদার হোসেন মোল্লা এঘটনার সাথে তারা জড়িত নয় বলে দাবি করে বলেন, রাতের আধারে উত্তর চরবংশীর আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা বাজার দখল করতে এসে ভাংচুর করে। আমরা সুধু তাদের সহযোগিতা করি।
এঘটনায় যোগাযোগ করলে পাউবো’র চাঁদপুর নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্যা বলেন পাউবো’র জায়গা দখল করে দোকান নির্মানের ঘটনাটি শুনে লোকপাঠানো হয়েছে। তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করে দখরদারদের বিরুদ্ধে মামলা করবেন বলে তিনি জানান।
হাফিমারা ফাড়ি থানার ইনচার্জ (এসআই) মো. রফিক জানান, বাজারের দোকানঘর ভাংচুরের ঘটনা শুনেই রাতেই পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। এতে পুলিশের কোন গাফিলতি ছিলোনা বলে দাবি করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন, বাজার ইজাড়া নিয়েও কেউ কোন ব্যবসায়ীর দোকানঘর ভাংচুর বা উচ্ছেদ করতে পারেন না। বিষয়টি তার জানা নেই। দখলের বিষয়টি পাউবো’র কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(পিকেআর/পিবি/ফেব্রুয়ারি ২৫,২০১৫)



পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test