E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০১৫ মার্চ ২৩ ১২:৫৫:৪০
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জ  প্রতিনিধি : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। শাহজাদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ৯টার দিকে নগরবাড়ি-হাটিকুমরুল মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি নামকস্থানে একটি ট্রাক রাস্তা পারাপারের সময় আয়েশা খাতুন (৮) নামে এক স্কুল ছাত্রিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়। আয়েশা স্থানীয় আইডিয়াল কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেনীর ছাত্রী।
এদিকে সকাল সোয়া আটটার দিকে একই মহাসড়কের শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা বাসষ্টান্ড এলাকায় পাবনা থেকে রংপুরগামী স্টার মিন্টু নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্বে দাড়িয়ে থাকা দুটি লেগুনা, একটি সিএনজি চালিত অটোরিকসা, দুটি মটর সাইকেল এবং একটি রিকসা ভ্যানকে চাপা দেয়। এতে উক্ত যানবাহন গুলোর চালক, পথচারী সহ বাসের অন্তত ১৫ জন আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

(এসএস/পিবি/মার্চ ২৩,২০১৫)


পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test