E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ বন্দর গণহত্যা দিবস

২০১৫ এপ্রিল ০৪ ০৯:৩৯:৩০
আজ বন্দর গণহত্যা দিবস

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আজ শনিবার বন্দর গণহত্যা দিবস। একাত্তরের এই দিনে পাকিস্তানী সৈন্যরা এদেশীয় দালালদের সহযোগিতায় বন্দরে ব্যাপক গণহত্যা চালায়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বন্দর থানা শাখা নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করবে। দিবসের কর্মসূচিতে রয়েছে- বন্দরের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল, প্রার্থনা সভা, কাঙালি ভোজ ও আলোচনা সভা।

বিকেল ৪ টায় বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব ময়দানে গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। প্রধান বক্তা থাকবেন নারায়গঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্জ শামীম ওসমান। বিশেষ বক্তা থাকবেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্জ আবদুল হাই। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।

মুক্তিযোদ্ধা সংসদ বন্দর থানা কমান্ডের ডেপুটি কমান্ডার আলহাজ্জ কাজী নাসিরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আলোচনায় অংশ নিবেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কৌসুলি ব্যারিস্টার তুরিন আফরোজ, কেন্দ্রীয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ডা. নুজহাত চৌধুরী শম্পা, নারায়ণগঞ্জ জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, দৈনিক বাংলা ৭১-এর সম্পাদক প্রবীর সিকদার প্রমুখ।

(এসএপিকে/এসসি/এপ্রিল০৪,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test