E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরিচ্ছন্ন সিলেট গড়ার অঙ্গীকার

২০১৫ এপ্রিল ১৪ ১৮:৩১:০২
পরিচ্ছন্ন সিলেট গড়ার অঙ্গীকার

সিলেট প্রতিনিধি : নববর্ষে নবোদ্যমে পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ার অঙ্গীকার করেছেন সামাজিক সংগঠন ‘চেইজ বিগিনস’র তরুণরা।

মঙ্গলবার বর্ষ শুরুর দিনে সবাই যখন আনন্দে উচ্ছাসে মাতোয়ারা, ঠিক তখন ‘চেইজ বিগিনস’ এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগের আয়োজন করে তারুণ্য নির্ভর সংগঠনটি।

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের শহীদ মিনারের পাশে নগরী পরিচ্ছন্ন রাখার অঙ্গীকারনামা খচিত ব্যানার টানিয়ে অবস্থান নিয়েছেন সংগঠনের কর্মীরা।

বর্ষবরণ উপলক্ষে ক্যাম্পাসে আগত দর্শনার্থীদের পরিচ্ছন্ন নগরী গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করছেন।

দর্শনার্থীরাও তাদের এ ব্যাতিক্রমী আয়োজনে সাড়া দিয়ে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে একাত্মতা প্রকাশ করছেন।

বাংলানিউজের সঙ্গে কথা হয় সংগঠনটির সভাপতি শাকিল জামানের। নববর্ষে ব্যতিক্রমী এ উদ্যোগ কেন? জবাবে তিনি বলেন, সিলেট নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতেই আমাদের এ উদ্যোগ। নিজের চারপাশ পরিস্কার রাখতে পারলে একদিন পুরো দেশটাই পরিচ্ছন্ন হয়ে যাবে।

তাই বছরের প্রথম দিনে এমসি কলেজ ক্যাম্পাস থেকেই শপথ পাঠ, অঙ্গীকারনামায় স্বাক্ষর ও ডাস্টবিনে ময়লা ফেলার মাধ্যমে কাজের সূচনা করলাম।

এ উদ্যোগ নগরবাসী বিশেষ করে তরুণ সমাজের সাড়া পেয়ে অভিভূত হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সব কাজে সহযোগীতার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় ‘চেইজ বিগিনস’র কর্মসূচি উদ্বোধনকালে আগামীতে সব কর্মসূচিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন তিনি। পরে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এর আগে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম, এটিএন বাংলার ব্যুরো প্রধান ও চেইজ বিগিনস’র উপদেষ্টা মুজিবুর রহমান জকন, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও চেইজ বিগিনস’র উপদেষ্ঠা মো. শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, সাংস্কৃতিক কর্মী সেলিনা চৌধুরী প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test