E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে নদী খনন বিষয়ে মত বিনিময়

২০১৫ এপ্রিল ১৬ ১৮:৩৭:৪৪
কিশোরগঞ্জে নদী খনন বিষয়ে মত বিনিময়

কিশোরগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের টোক হয়ে কিশোরগঞ্জের কটিয়াদী পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নৌপথ খনন হলে ময়মনসিংহ ও কিশোরগঞ্জের সাথে ঘোড়াশালের নৌ যোগাযোগ উন্নত হবে এবং সারা বছর নির্বিঘ্নে নৌপথে মালামাল পরিবহন করা যাবে। টোক হতে কটিয়াদী পর্যন্ত ১৮ কিলোমিটার নৌপথ খনন কাজ বর্ধিত করার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের কটিয়দীতে এক মত বিনিময় সভায় এ তথ্য জানান কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।

কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। এতে নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম.এ. কাদের সরকার, বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান কমোডর এম. মোজাম্মেল হক ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক এস.এম. আলম, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ১২ টি গুরুত্বপূর্ণ নৌপথের খনন শীর্ষক প্রকল্পের আওতায় শীতলক্ষা, বানার ও পুরাতন ব্রহ্মপুত্র নৌ পথের ডেমরা-ঘোড়াশাল-পলাশ পর্যন্ত নৌপথ খনন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এরফলে ৯৯ কিলোমিটার নৌ পথের নাব্যতা উন্নয়ন হয়েছে। এ প্রকল্পের আওতায় টোক হতে কটিয়াদী পর্যন্ত বর্ধিত অংশ আগামী বছরের জুন মাসের মধ্যে খননকাজ শেষ করা হবে বলে উল্লেখ করা হয়। এতে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয় হবে।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(পিকেএস/এএস/এপ্রিল ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test