E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পহেলা বৈশাখে নারী নির্যাতনের ঘটনায় মাদারীপুরে মানববন্ধন

২০১৫ এপ্রিল ২২ ১৬:১৫:২৯
পহেলা বৈশাখে নারী নির্যাতনের ঘটনায় মাদারীপুরে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি : পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায় কয়েকজন নারীকে যৌন নির্যাতনের শিকার ঘটনার প্রতিবাদে মাদারীপুরে বুধবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দুর্বার নেটওর্য়াক।
মাদারীপুর প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দুর্বার নেটওর্য়াকের ফরিদপুর অঞ্চলের সভাপতি ও মাদারীপুর মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন লাকী।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাহান নাসরীন রুবি, মাদারীপুর পৌরসভার কাউন্সিলর সায়েদা সালমা প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা, অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সেই সাথে ওই সময়ে দায়িত্বরত পুলিশদের নিরব থাকায় ধিক্কার জানানো হয়। আগামীতে পুলিশসহ আইন-শৃংঙ্খলা বাহিনীর নিরাপত্তার বিষয়টি জোরালোর দাবিও করা হয়।
(এএ/পিবি/ এপ্রিল ২২,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test