E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি পালন

২০১৫ মে ১৮ ১৪:১৭:৩১
বাগেরহাটে সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি পালন

বাগেরহাট প্রতিনিধি  : উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালে শিক্ষককে লাঞ্ছিত করায় জড়িত অপরাধীদের বিচারের দাবিতে বাগেরহাটে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির পূর্ণদিবস কর্মবিরতি পালন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট সরকারি পিসি কলেজ ও সরকারি মহিলা কলেজ শাখা পূর্ন দিবস ক্লাস বর্জন-কর্মবিরতি পালন করে।

সরকারি কলেজের শিক্ষকরা সকল ক্লাস বর্জন করে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় শিক্ষক সমিতির নেতারা বলেন, গত ৯ এপ্রিল এইচএসসি পরীক্ষা চলাকালে পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে প্রত্যবেক্ষক হিসেবে আসা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্রে দায়িত্বরত সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিন আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। যা সম্পুর্ণ অবৈধ ও নিন্দুনীয়। অধ্যাপক মোনতাজ উদ্দিন আহমেদকে যারা শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে আমরা শিক্ষক সমাজ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আর যেন অবৈধ ভাবে কোন শিক্ষকদের লাঞ্চনা-বঞ্চনা সইতে না হয়। আমরা শিক্ষকের মর্যাদা ক্ষুন্ন দেখতে চাই না। তাই অবিলম্ভে দোষীদের বিচারের দাবি জানাই।
মতবিনিময় বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষক সমিতির জেলা ইউনিটের সহসভাপতি সরকারি পিসি কলেজের উপাধ্যাক্ষ মোস্তাহিদুল আলম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সহযোগি অধ্যাপক মো. শাহআলম ফরাজী, শিক্ষক পরিষদের সম্পাদক সাইফুদ্দিন ও অধ্যাপক মনি মোহন, সাইফুর রহমান ফারুকী প্রমূখ।
(একে/পিবি/মে ১৮,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test