E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নারায়ণগঞ্জের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না’

২০১৪ মে ১৬ ১৪:২৯:০৩
‘নারায়ণগঞ্জের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না’

স্টাফ রির্পোটার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে কোনো জজ মিয়া নাটকের সৃষ্টি হবে না ও এর সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না ।

শুক্রবার সকালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, ‘মানবাধিকার সংগঠনগুলো প্রধানমন্ত্রীর সংসদীয় গণতন্ত্রের ক্ষমতা কমানোর কথা বলছে। তারা বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনার বিচার হবে। সঠিক বিচার ও সুষ্ঠ তদন্তের স্বার্থে পুলিশ কর্মকর্তাদের বদলি করা হয়েছিল। কিন্তু বিএনপি এই ঘটনাকে রাজনৈতিকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যেখানে বিচার ও তদন্ত হচ্ছে সেখানে কিছু অতিউৎসাহী ব্যাক্তি ও রাজনৈতিক নেতারা ফায়দা লোটার চেষ্টা করছে। কিন্তু তা এদেশের মাটিতে কোনো দিনই সফল হবে না।’
বিএনপির চেয়াপরসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া মূর্খের মতো বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি জাতিকে বিভক্ত করেছেন। তাই তাকে জাতির পিতা হিসেবে মানা যায় না। কত বড় ধৃষ্টতা হলে এমন বক্তব্য দিতে পারে। তবে এমন ফিরিস্তি দিয়ে গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে কেউ পারবে না।’
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবজাল হোসেন, ঢাকা মহনগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি ড. এনামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জি এম আতিক, উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, সহকারী অ্যাটার্নি জেনারেল রিয়াদা ইয়াসমিন, এশিয়াটিক কালচারাল সোসাইটি সভাপতি মনোরঞ্জন ঘোষাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
(ওএস/এএস/মে ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test