E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় যুগান্তর প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি

২০১৫ মে ২০ ২১:৪২:৪৩
বরগুনায় যুগান্তর প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে এক পৌর কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের পর দৈনিক যুগান্তরের বরগুনা প্রতিনিধি বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ারকে প্রাণনাশের হুমকী দিয়েছে দুর্বৃত্তরা।

গত সোমবার দুপুরে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে আমতলী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও আমতলী পৌরসভার প্যানেল মেয়র জিএম মুছার পরিচয়ে এ হুমকী দেয় দুর্বৃত্তরা।

পরে বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে জিএম মুছার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ঘটনায় মঙ্গলবার রাতে বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

অন্যদিকে বরগুনার সর্বজন শ্রদ্ধেয় প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ারকে প্রাণনাশের হুমকী দেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বরগুনা প্রেসক্লাব, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন মহল।

প্রসঙ্গত গত ১১ মে বরগুনার আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশীদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র জিএম মুছা। এ সময় আমতলী পৌরসভায় উপস্থিত ছিলেন জিএম মুছার পিতা উপজেলা আ’লীগ সভাপতি ও আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেন।

এ ঘটনায় ‘আ’লীগ নেতা পিতা-পুত্রের হাতে আমতলী পৌরসভার কর্মকর্তা লাঞ্ছিত’ শিরোনামে গত ১৩ তারিখ দৈনিক যুগান্তরে আনোয়ার হোসেন মনোয়ারের পাঠানো একটি প্রতিবেদন ছাপা হয়।

প্রতিবেদন প্রকাশের পাঁচ দিন পরে গত ১৮ মে বিকেল তিনটার দিকে আনোয়ার হোসেন মনোয়ারের মোবাইল ফোনে ফোন করে জিএম মুছার পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালাগালির পর তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

(এমএইচ/পিএস/মে ২০, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test