E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ বছরের পুরনো মুদ্রা উদ্ধার

২০১৫ আগস্ট ২৯ ১৪:৫৫:৫১
ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ বছরের পুরনো মুদ্রা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামের চৌধুরী বাড়ি থেকে ২০০ বছরের পুরাতন ৪৮৬টি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১১টার দিকে মুদ্রাগুলো পাওয়া যায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গঙ্গানগর চৌধুরী জমিদার বাড়ির লোকজন দুর্গা মন্দিরের মাটির ভিটি সমান করছিলেন। এসময় মাটির নিচে একটি পিতলের পাতিল পান তারা। পরে পাতিলের ভেতর মুদ্রাগুলো পাওয়া যায়।

এরপর গঙ্গানগর চৌধুরী জমিদার বাড়ির দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহা পুলিশে খবর দেন। আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদুজ্জামান আহাদ সেখানে গিয়ে মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওসি আরো জানান, ব্রিটিশ আমলের মুদ্রাগুলোর গায়ে ১৮০৪, ১৮১৪, ১৮৩৬ সন ও প্রথম রানী এলিজাবেথের ছবি খোদাই করা রয়েছে।

বর্তমানে মুদ্রাগুলো পুলিশের মালখানায় জমা রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী মুদ্রাগুলো প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে। এজন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

(ওএস/এএস/আগস্ট ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test