E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখা হাসপাতালে ডাক্তারের অবহেলায় গর্ভবতীর মৃত্যুর অভিযোগ

২০১৫ সেপ্টেম্বর ০৪ ১৩:৩৪:৩২
বড়লেখা হাসপাতালে ডাক্তারের অবহেলায় গর্ভবতীর মৃত্যুর অভিযোগ

বড়লেখা প্রতিনিধি :বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুরুন্নবী রাজু অবহেলায় শিল্পী বেগম (২২) নামে এক গর্ভবতী মহিলার মৃত্যূর অভিযোগ করছেন রোগীর স্বজনরা।

নিহত গর্ভবতী মহিলা উপজেলার দক্ষিণ কাঠালতলী গ্রামের রফিক উদ্দিনের স্ত্রী। বৃহস্পতিবার(৩সে্েটম্বর) সকালে পেটের ব্যথায় ওই গর্ভবতীকে হাসপাতালে নিয়ে গেলে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুরুন্নবী রাজু জরুরুী বিভাগে অনকলে মেডিকেল অফিসার না ডেকে রোগীনীর ব্লাড পেসার চেক আপ না করেই ঔষধ লিখে ভর্তির জন্য সিটে পাঠান। ঔষধ ও সেলাইন প্রদানের পরই খিচুনী উঠে ঐ মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন। অভিযোগ রয়েছে জরুরী বিভাগে ডিউটিকালিন সময়ে নুরুন্নবী রাজু রোগীদের সাথে অদাচরন ও টাকা আদায় সহ বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধির কাছ থেকে উপটৌকন পেয়ে নিম্মমানের ঔষধ লিখে থাকেন।

বিভিন্ন সুত্রে জানা গেছে, ছয় মাসের গর্ভবতী শিল্পী বেগমকে (২২) পেটের ব্যথার চিকিৎসার জন্য স্বজনরা বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। জরুরী বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুরুন্নবী রাজু রোগীনীর ব্লাড প্রেসারসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা না করেই ঔষধ ও সেলাইন প্রদানের ব্যবস্থাপত্র দিয়ে ভর্তির জন্য সিটে পাঠিয়ে দেন। কর্তব্যরত নার্স ঔষধ সেবন ও সেলাইন প্রদান করলে শিল্পী বেগমের প্রচন্ড খিচুনি উঠে। সকাল পৌনে ন’টায় তিনি মারা যান।নিহত শিল্পী বেগমের স্বামী রফিক উদ্দিন ও স্বজনরা অভিযোগ করেন নুরুন্ননবী রাজুর অবহেলার কারনেই তার মৃত্যূ ঘটেছে।

নির্ভরযোগ্য সুত্র জানায়, জরুরী বিভাগের জটিল কোন রোগী গেলে অনকল কর্তব্যরত মেডিকেল অফিসারের সাথে পরামর্শ করে ব্যবস্থাপত্র দিতে হয়। এক্ষেত্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুরুন্নবী রাজু পরীক্ষা-নিরীক্ষা না করে নিজেই ঔষধ লিখে ভর্তির জন্য পাঠিয়ে দেন। অভিযোগ রয়েছে জরুরী বিভাগে ডিউটিকালিন সময়ে নুরুন্নবী রাজু রোগীদের সাথে অদাচরন ও টাকা আদায় সহ বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধির কাছ থেকে উপটৌকন পেয়ে নিম্মমানের ঔষধ লিখে থাকেন।

এ ব্যাপারে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুরুন্নবী রাজু স্থানীয় সাংবাদিকদের কাছে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে জানান, এই মহিলা যে মারা গেছেন, সে খবর তিনি বিকেলে পেয়েছেন।

এ ব্যাপারে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আহমদ হোসেন মুঠোফোনে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, অফিস খোলার পর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


(এলএস/এসসি/সেপ্টেম্বর,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test