E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে

২০১৫ সেপ্টেম্বর ০৭ ১৭:২৬:২৯
দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্র সৈকত কুয়াকাটাকে পর্যটন কেন্দ্রসহ বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। বরিশালকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেট সার্ভিস সম্প্রসারন করা হচ্ছে। এখন চরাঞ্চলে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। কোন এলাকাই এখন আর অবহেলিত থাকবেনা।

বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গতকাল সন্ধ্যায় সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. গাউস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) গোলাম রউফ খান। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধী সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ৩০টি ডিজিটাল স্টল রয়েছে। আগামী এক সপ্তাহ এই মেলা চলবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে সংযুক্ত হন। এ সময় জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ইন্টারনেট ব্যবহার এবং এর সম্ভাবনার বিষয়ে অবহিত করেন।

(টিবি/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test