E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে ৪ দিনব্যাপি আয়কর মেলা উদ্বোধন

২০১৫ সেপ্টেম্বর ১৯ ১৫:৩৯:৫৭
নড়াইলে ৪ দিনব্যাপি আয়কর মেলা উদ্বোধন

নড়াইল প্রতিনিধি :“সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর” এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলে ৪ দিনব্যাপি আয়কর মেলা শুরু হয়েছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান এ আয়কর মেলা উদ্বোধন করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেলা উদ্বোধন শেষে উপ-করকমিশনার (সার্কেল-১৫ নড়াইল) অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কর কমিশনার রূপন চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি আ. ও. খায়রুল আনাম, সাধারণ সম্পাদক শরীফ হুমায়ূন কবীর প্রমুখ।

প্রতিদিন সকাল ১০টা হতে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা শেষ হবে আগামি ২২ সেপ্টেম্বর মঙ্গবার। মেলায় মোট ৭টি বুথের মাধ্যমে আয়কর প্রদান কার্যক্রম সহজীকরণে ও ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

প্রতিষ্ঠানের মধ্যে ছিলো আয়কর রিটার্ন গ্রহণ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস, আয়কর আইনজীবী সমিতি, সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র নড়াইল জেলা, জাতীয় সঞ্চয় অফিস, মহিলা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পরামর্শ ও সেবা কেন্দ্র, রিটার্ন ফরম পুরণ সংক্রান্ত পরামর্শ।


(টিএআর/এসসি/সেপ্টেম্বর১৯,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test