E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পার্বতীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০১৫ অক্টোবর ১৫ ১২:০২:০২
পার্বতীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: এবারের প্রতিপাদ্য বিষয় “জ্ঞানই জীবন” স্লোগানকে সামনে রেখে পার্বতীপুরে পালিত হয়েছে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস।

দিনাজপুরে পার্বতীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৫ উদযাপনে এক বনার্ঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। স্কুল কলেজের দুই শতাধিক ছাত্র-ছাত্রী শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রা শেষে দুপুর ১২টায় উপজেলা হলরুমে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সময় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সষ্ট্রাক্টস আহসান হাবিব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোখসনা বারি রুকু, পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজিজুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নীলকান্ত মহন্ত, ল্যাম্ব দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের পিডি ট্রেইনার কলিস্তিনা মারান্ডী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী লতিফুর রহমান ও অফিস সহকারী নাজির হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের উপর মহরা প্রদর্শন করা হয়।

(এএএম/এলপিবি/অক্টোবর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test