E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা বহু আগে থেকে আলোকিত হয়ে আছে

২০১৫ অক্টোবর ৩০ ১৮:২৭:২২
সাতক্ষীরা বহু আগে থেকে আলোকিত হয়ে আছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পুরার্কীতি সংরক্ষণ ও প্রদর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল চার টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান এতে সভাপতিত্ব করেন।

ঈক্ষণ সংস্কৃতি সংসদের অয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুস সামাদ। তিনি বলেন, সাতক্ষীরার জনপদ কোন পাশ্চাত্য পথ নয়। এ জেলার জনপথ বহু আগে থেকে আলোকিত হয়েছে। শিক্ষা, কৃষি, সাহিত্য ও সাংস্কৃতি, ক্রীড়াসহ বহু ইতিহাস ঐতিহ্যের নিদর্শনের সাক্ষী হয়ে আছে এ জেলা।

সাতক্ষীরার প্রাচীনতম জনপদের বুক চিরে প্রাণনাথ রায় চৌধুরীর খননকৃত প্রাণসায়েরের খাল, খান বাহাদুর আহছানউল্লা (র:) এর পাক রওজা শরীফ, রাজা প্রতাপাদিত্বের আবাসস্থল, সাতক্ষীরার হাশেমি বাড়ি, মাই চম্পা’র দর্গা, গাজী কালু চম্পাবতীর দর্গা, শ্যামননগরে জাহাজঘাটা, দেবহাটার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, শ্যামনগরের গোপালপুর মন্দির, প্রতাপাদিত্যের গড়, দেবহাটার বনবিবি বটবৃক্ষসহ বহু ইতিহাস ঐহিত্যের জেলা সাতক্ষীরা। সাতক্ষীরার এসব পুরার্কীতি সংরক্ষণ করে আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। তাহলে সাতক্ষীরার প্রকৃত ইতিহাস সংরক্ষণ করা যাবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহা পরিচালক মোঃ আলতাফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী, সাতক্ষীরা পৌর সভার সাবেক মেয়র শেখ আশরাফুল হক, সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নিমাই মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, টিআইবি সাতক্ষীরা এলাকা ব্যবস্থাপক আবুল ফজল মোঃ আহাদ, অরবিন্দ মৃধা, মোঃ আফাজ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও সাহিত্য সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঈক্ষণ সাংস্কৃতি সংসদের প্র্রতিষ্ঠাতা, সভাপতি পল্টু বাশার। ‘অনুষ্ঠানে সাতক্ষীরার পুরাকীর্তি সংরক্ষণ ও প্রদর্শন’ শীর্ষক মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ঈক্ষণ সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কাজী মাসুদুল হক।

(আরকে/এএস/অক্টোবর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test