E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদ পেতে নেতারা এখন ঢাকায়

এক যুগ পর কোটালীপাড়ায় আওয়ামীলীগের সম্মেলন

২০১৫ নভেম্বর ০৪ ১২:২০:১৩
এক যুগ পর কোটালীপাড়ায় আওয়ামীলীগের সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধি :দীর্ঘ প্রায় এক যুগ পর আগামী ৮ নভেম্বর হতে যাচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। আর এ সম্মেলনকে কেন্দ্র করে ঝিমিয়ে পড়া দলীয় নেতা-কর্মীরা পদ পেতে চাঙ্গা হয়ে উঠেছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটিতে একটি ভাল পদের আশায় নেতারা এখন ঢাকায় অবস্থান করছেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা একটু আশির্বাদ পেতে কেন্দ্রীয় ও জেলা নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে। এ সম্মেলনকে ঘিরে গোটা উপজেলায় বইছে আলোচনার ঝড়। কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

এবারের সম্মেলনে সভাপতি পদে মাঠ পর্যায়ে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর,বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কমল সেন, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত আলী মোল্যা,সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট নিখিল চন্দ্র দত্ত, আওয়ামী লীগ নেতা মাইকেল হিরোহিতো বিশ্বাস।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, কুশলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের নাম শোনা যাচ্ছে।

সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা এবং সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নারায়ন চন্দ্র দাম লবিং করছেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার এ উপজেলায় আওয়ামী লীগের বিগত কমিটি গুলোতে সভাপতি পদে হিন্দুদের প্রাধান্য দেওয়া হয়। সে ক্ষেত্রে হিন্দুরে মধ্য থেকে সভাপতি নির্বাচিত হবে দলীয় নেতা-কর্মীদের এমনই ধারণা। এ ক্ষেত্রে বিশিষ্ট ব্যবসায়ী কমল সেন ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস এগিয়ে আছেন বলে একটি সূত্রে জানাগেছে। তবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক বিমল কৃষ্ণ বিশ্বাস সভাপতি প্রার্থী হতে পারেন। বিমল কৃষ্ণ বিশ্বাস প্রার্থী হলে এ দৃশ্যপট ভিন্নও হতে পারে।

সাধারণ সম্পাদক পদে নির্বাচনের দৌড়ে যারা এগিয়ে আছেন, তারা হলেন বর্তমান সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন। তবে এ পদে নতুন মুখও আসতে পারে ।
রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ভাবে মনোনয়ন দেয়া হবে। এ ঘোষনার পর অনেকেই কমিটিতে আসার জন্য চেষ্টা করছে। সে ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা দলের জন্য শ্রম দিয়ে আসছেন তাদের কথা চিন্তা করে নতুন কমিটি গঠনের দাবী জানাচ্ছি।

হিরন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ইউনুছ বলেন, বর্তমান সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীরের মত সার্বক্ষনিক যারা দলে শ্রম দিতে পেরেছে আমরা আগামীতে উপজেলা আওয়ামীলীগের কমিটিতে সে ধরনের সভাপতি, সাধারণ সম্পাদক দেখতে চাই।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রধান প্রধান পদগুলো আমাদের দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনাই নির্বাচিত করবেন। তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্তই মেনে নিব।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক লিয়াকত আলী মোল্যা বলেন, আমাদের সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।



(এমএইচএম/এসসি/নবেম্বর০৪,২০১৫)


পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test