E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায়  অগ্নিকাণ্ডে সরকারি আশ্রায়নের ১০ টি ঘর পুড়ে ছাই

২০১৫ নভেম্বর ০৯ ১১:২১:০৯
মাগুরায়  অগ্নিকাণ্ডে সরকারি আশ্রায়নের ১০ টি ঘর পুড়ে ছাই

মাগুরা প্রতিনিধি:মাগুরা সদর উপজেলার রামনগর দূর্গাপুর সরকারি আশ্রয়ন কেন্দ্রে আগুন লেগে ১০টি ভূমিহীন পরিবারের বসতঘর পুড়ে গেছে।  দুপুর ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিকাল ৫টার দিকে প্রায় ২ ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য আরাফাত হোসেন জানান, দুপুরে আশ্রায়ন কেন্দ্রের একটি তালাবদ্ধ ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। যা দ্রুত ছড়িয়ে পড়লে ১০টি বসত ঘরের টিন, কাঠ, ভেতরে থাকা আসবাপত্রসহ সকল জিনিষপত্র পুড়ে যায়। খবর পেয়ে মাগুরার দমকল বাহিনী সেখানে পৌছে প্রায় ২ঘন্টা সময় ধরে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থ জরিনা বেগম জানান, ক্ষুদ্র ব্যবসা করার জন্য শনিবার একটি বে-সরকারি সংস্থা থেকে ৩৬ হাজার টাকা ঋণ তুলে এনেছেন। ঘরের মধ্যে থাকা এই টাকা পুড়ে নষ্ট গেছে। এখন ব্যবসা তো দুরের কথা ঋণ পরিশোধ করবেন কিভাবে সে চিন্তুায়ই এখন তিনি চোখে অন্ধকার দেখছেন ।

মাগুরা দমকল বাহিনীর পরিদর্শক এম মনিরুজ্জামান জানান, ‘খবর পাওয়ার সাথে সাথেই আশ্রায়নে গিয়ে বেশ কিছুক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আসে। ক্ষয় ক্ষতির পরমান নির্ধারনের চেষ্টা চলছে।’

তবে স্থানীয় কছুন্দী ইউনিয়ন চেয়ারম্যান বাকি বিল্লাহ সান্টু ও আশ্রায়নের বাসিন্দারা দাবী করেছেন- ঘর নির্মান মূল্যসহ অগ্নিকান্ডে ক্ষতির পরিমান ১০ লক্ষাধিক টাকা।


(ডিসি/এসসি/নবেম্বর০৯,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test