E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনায় চালককে মুক্তি না দিলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

২০১৫ নভেম্বর ২৬ ১৬:৩৬:১৬
পাবনায় চালককে মুক্তি না দিলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পাবনা প্রতিনিধি : আগামী ২৯ নভেম্বরের মধ্যে আটক বাসচালক আব্দুল মতিনকে মুক্তি না দিলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে পাবনা জেলা বাস ট্রাক মালিক শ্রমিক যৌথ সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেয় পরিষদের নেতারা।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন- গাজীপুরের কালিয়াকৈর থানায় মিথ্যা ডাকাতি মামলায় আটক তিতাস পরিবহনের বাস চালক আব্দুল মতিনকে আগামী ২৯ নভেম্বরের মধ্যে জামিনে মুক্তি দিতে হবে। আর তা না হলে ৩০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে।

এছাড়া কালিয়াকৈর, চান্দুরা, বাইপাইলসহ বিভিন্ন স্থানে ডাকাতি বেড়ে গেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংগ্রাম পরিষদের নেতারা। তাই হাইওয়ে পুলিশের নজিরবিহীন চাঁদাবাজি, হয়রানি, সার্জেন্টদের দৌরাত্ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা।

এতে বক্তব্য দেন- জেলা বাস মিনিবাস মালিক সমিতির সম্পাদক কালাম আহমেদ, ট্রাক মালিক গ্রুপের সভাপতি সামসুর রহমান মানিক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাতে ঢাকা হতে পাবনা আসার পথে যাত্রী সেজে ডাকাতদল বাইপাইল হতে অস্ত্রের মুখে তিতাস পরিবহনের চালক মতিনের কাছ থেকে জোরপূর্বক গাড়ি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডাকাতি করতে করতে এসে চান্দুরাতে নেমে যায় তারা। পরে গাড়িটি কালিয়াকৈরে পৌঁছালে রাস্তায় হাইওয়ে পুলিশ দেখে যাত্রীরা ডাকাত ডাকাত বলে চিৎকার দেয়। এ সময় পুলিশ গাড়ি থামিয়ে চালক মতিনকে গাড়িসহ থানায় নিয়ে যায়। পরবর্তীতে চালক মতিনকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠায়।

(ওএস/এইচআর/নভেম্বর ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test